skip to Main Content

বুলেটিন

সেজার নট বিউটি

গ্র্যামি অ্যাওয়ার্ড বিজয়ী সংগীত তারকা সেজা পা রেখেছেন বিউটি ওয়ার্ল্ডে। নিজের বিউটি ব্র্যান্ড নিয়ে। নাম রেখেছেন নট বিউটি। ডেব্যুতে বাজারে এনেছেন কিউরেটেড লিপ গ্লস লাইন। তিন শেড নিয়ে কাজ করেছেন—পিচ, গোলাপি আর স্বচ্ছ গ্লস। নাম রাখার ক্ষেত্রে বেশ সৃজনশীলতার পরিচয় দিয়েছেন এ শিল্পী। উষ্ণ পিচ টোনের নাম ইন দ্য ফ্লেশ; স্ট্রবেরি জেলি নাম দিয়েছেন গোলাপি শেডের লিপ গ্লসটির। আর একদম স্বচ্ছ যেটি, সেটির নাম কোয়ার্টজ। সেজা তার বিউটি ব্র্যান্ড সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছেন। বলেছেন, নট বিউটি শুধু একটি প্রসাধন ব্র্যান্ড নয়; তার সৌন্দর্যের চাহিদা মোতাবেক তৈরি করা প্রসাধনীও বটে। তিনি নিজের প্রয়োজন অনুযায়ী ঠোঁটকে শুষ্কতা থেকে বাঁচাতে এসব পণ্যের দরকার অনুভব করেছেন এবং ব্র্যান্ড তৈরি করে সবার সামনে নিয়ে এসেছেন।

জিলেট ভেনাস নিয়ে তিন টেনিস কন্যা

বিশ্ববিখ্যাত রেজর কোম্পানি জিলেটের ফিমেইল লাইন জিলেট ভেনাস। তাদের এই বিশেষ রেজর লাইনের শুভেচ্ছাদূত তিনজন টেনিস তারকা—এলিসিয়া পার্কস, পেটোন স্টেয়ারন্স ও টেইলর টাউন্সহেন্ড। এই কোলাবোরেশনের মাধ্যমে জিলেট ভেনাস যুক্তরাষ্ট্রের ওমেন্স টেনিস অ্যাসোসিয়েশনের অফিশিয়াল রেজর হিসেবে নিবন্ধিত হয়েছে। এ উপলক্ষে জিলেট ভেনাস দুটি নতুন পণ্য বাজারে এনেছে; যা ত্বকের ধরন অনুযায়ী বিশেষভাবে তৈরি। শুষ্ক ত্বকের জন্য ময়শ্চার গ্লাইড রেজার এবং পিউবিক হেয়ারের জন্য এক্সট্রা স্মুথ সেনসেটিভ রেজর। নতুন তিন ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই পণ্যগুলোর প্রচারে অংশ নেবেন।

ল’রিয়েল প্যারিসে নতুন গ্লোবাল আর্টিস্ট
ফরাসি প্রসাধন ব্র্যান্ড ল’রিয়েল তাদের নতুন গ্লোবাল মেকআপ আর্টিস্ট নিয়োগ দিয়েছে। বেছে নিয়েছে গায়ানার স্বশিক্ষিত মেকআপ আর্টিস্ট হ্যারল্ড জেমসকে। ৩৭ বছরের জেমস পলিটিক্যাল সায়েন্সে স্নাতক হলেও মেকআপে আগ্রহ তাকে এই পেশায় নিয়ে এসেছে। তিনি প্রাকৃতিক সৌন্দর্য ধরে রেখে বৈচিত্র্যময় অথচ নিখুঁত মেকআপ করতে সিদ্ধহস্ত। ল’রিয়েলে যোগদানের পর তিনি প্রথম যে পণ্যের ক্যাম্পেইনে অংশ নেবেন, সেটি একই সঙ্গে হাইব্রিড কনসিলার ও ফাউন্ডেশন; যা ত্বকের স্বাভাবিকতা বজায় রেখে দীর্ঘস্থায়ী কভারেজ দেয়। জেমসের বক্তব্য পাওয়া যায় ইন্টারনেটে। তার মতে, মেকআপের জগতে পারফেকশনই সবকিছু। তিনি ত্বক অনুযায়ী সঠিক রঙের নির্বাচন, সঠিক শেডের ব্যবহার এবং বৈচিত্র্যে গুরুত্ব দেন।

 বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top