বিউটি বক্স
শার্লট টিলবারির পিংক লাভ
লাক্সারিয়াস বিউটি ব্র্যান্ড শার্লট টিলবারি বাজারে এনেছে নতুন আইশ্যাডো। নাম পিংক লাভ। ৯টি রঙে পাওয়া যাচ্ছে একই সঙ্গে। কালার প্যালেট গোলাপি থেকে অনুপ্রাণিত। মূল রং হিসেবে বেছে নেওয়া হয়েছে মভ, রোজ আর ক্যান্ডি পিংক। সফট ব্যালে পিংক থেকে প্লেফুল বাবল গাম অবধি চলে গেছে রং রেখা। সামাজিক যোগাযোগমাধ্যমের পিংক কোরের বাজিমাত এই পণ্য বাজারজাতকরণের অন্যতম অনুঘটক। সব ধরনের ত্বকে দীর্ঘ সময় ব্যবহারের উপযোগী। ফিনিশে দুটি মেথডের ব্যবহার আছে—ম্যাট এবং শিমারি ফিনিশ। ক্রুয়েলটি ফ্রি পণ্য। কেনা যাবে ৯ হাজার টাকায়।
গুচির গ্লাইডেড এরা প্রাণিত লিপস্টিক
ইডি স্কারলেট রুজ আ লেভারজ ভয়েল। ১৯৫০ সালের ভিনটেজ রোজ প্রিন্টের কাভারে মোড়ানো। ১৯টি শেডে এসেছে। শেড নির্বাচন করা হয়েছে গ্লাইডেড এরাতে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র এবং অভিনেত্রীদের কাছ থেকে। বোল্ড টোনের কালার। ময়শ্চার রিচ এই লিপস্টিক ঠোঁট করে তোলে মসৃণ। লাইটওয়েট ফিনিশ। ফুলের সুগন্ধিযুক্ত। সংগত দিয়েছে ফ্রুটি টোন। মজার বিষয়, এই লিপস্টিক আবার ব্লাশ হিসেবেও ব্যবহার করা যাবে। অ্যালকোহল মুক্ত। সালফেটের উপস্থিতি নেই। ম্যাট ফিনিশ। দীর্ঘ সময় ব্যবহার উপযোগী। দাম প্রায় ৭ হাজার টাকা।
ফেন্টির জেল ক্লিনজার
তারকাশিল্পী রিহানার বিউটি ব্র্যান্ড ফেন্টির নতুন সংযোজন। এটি মূলত একটি জেল ক্লিনজার। ত্বকের অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে সহজে। উজ্জ্বলতা বাড়ায় এবং পোর পরিষ্কারে ভূমিকা রাখে। বার্বাডোস চেরি থেকে প্রাপ্ত এনজাইম ও ফ্রুট ওয়াটারের সমন্বয়ে গঠিত, যা ত্বক উজ্জ্বল করে। উপস্থিতি রয়েছে নিয়াসিনামাইড ও অ্যালোভেরা জুসের। সব ধরনের ত্বকে ব্যবহার করা যায় চেরি ডাব পোর পিউরিফায়ার জেল ক্লিনজার। বিনিময় মূল্য ৬০০ টাকা।
মুরাদের স্লিপ মাস্ক
যুক্তরাষ্ট্রভিত্তিক ব্র্যান্ড মুরাদ বাজারে এনেছে একটি স্লিপ মাস্ক; যা ঘুমের সময়ে ত্বকের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখে। কোষ পুনর্গঠন করে। পুরো নাম সেলুলার হাইড্রেশন ব্যারিয়ার রিপেয়ার স্লিপ মাস্ক। আর্দ্রতা ধরে রেখে শুষ্ক হওয়া থেকে রক্ষা করতে পারে এই মাস্ক। সেনসিটিভ স্কিনের জন্য উপযুক্ত। ব্যবহার করা হয়েছে প্রকৃতি থেকে পাওয়া তেল ওমেগা থ্রি ও ফ্যাটি অ্যাসিড। উপস্থিত আছে জবা ফুলের এক্সট্র্যাক্ট ও কানাডিয়ান উইলোহার্ব। গ্লিসারিন ও ইউরিয়াও রয়েছে। এই দুটি উপাদান ত্বকের প্রাকৃতিক আর্দ্রতা ধরে রাখতে সহায়ক। কোষ গঠনে ভূমিকা রাখে; কোমল করে। ক্রয় মূল্য ৮ হাজার ৫০০ টাকা।
বিউটি ডেস্ক
ছবি: সংগ্রহ
