skip to Main Content

লুকস I খলনায়িকা

হৃৎস্পন্দন বাড়িয়ে তোলা সাজের শোডাউন। যেন রোমাঞ্চকর কোনো ছবির পর্দা কিংবা বইয়ের পাতা থেকে বেরিয়ে আসা অদ্ভুতুড়ে সব চরিত্র। উৎসবের থিমের সঙ্গে মানিয়ে

 

এনচানট্রেস এফেক্ট
মার্ভেলের ফিকশনাল সুপারভিলেন এনচানট্রেস। রোমাঞ্চকর ও রহস্যময় ক্ষমতার বহিঃপ্রকাশ তার সাজে। ক্রিপি কিন্তু কুল হ্যালোইন লুকের জন্য পারফেক্ট। চোখে মেটালিক কিংবা গ্লিটারি ক্রিম, বাদামি আর কালো আইশ্যাডোর মিশেলে তৈরি ড্রামাটিক স্মোকি আই সাজে যোগ করবে কাক্সিক্ষত নাটকীয়তা। চোখের পাতায় হাত খুলে মাসকারার ব্যবহারও করা চাই। মুখত্বকে সামান্য পিচি পিঙ্ক ব্লাশঅনই যথেষ্ট। ঠোঁটটাও থাকুক রঙহীন। শিয়ার নুড বাম বা নুড ম্যাট লিপস্টিক মাখা। আর মুখজুড়ে থাকুক ট্রাইবাল মার্কিং। এনচানট্রেসের সিগনেচার স্টেটমেন্টের জন্য।

মডেল: সূর্য

আরসুলা অ্যালার্ট
‘দ্য লিটল মারমেইড’ খ্যাত আন্ডারওয়াটার ভিলেন আরসুলা ডিজনির সৃষ্টি। মূলত ড্র্র্র্র্যাগ কুইন ধাঁচে সাজানো এই চরিত্র মেকআপের বদৌলতে বেশি জনপ্রিয়। বেগুনি বর্ণের মুখ, নীল আইশ্যাডো, অদ্ভুত বাঁকানো ভ্রু থেকে টুকটুকে লাল চেরি রঙা ঠোঁট দেবে একদম হ্যালোইন পার্টিপ্রুফ লুক।

মডেল: মিথি

পোট্রে পয়জন আইভি
সুপারহিরো ব্যাটম্যানের শত্রুদের একজন। কমিক বুক জগতের জবরদস্ত ভিলেন। বিষাক্ত চুমুর পয়জন আইভির সাজে সবুজটাই সবচেয়ে বেশি প্রভাবশালী। সবুজাভ আইশ্যাডোর সঙ্গে চোখজুড়ে কালোর সপ্রতিভ রেখা সাজে যোগ করবে বাড়তি আবেদন। ভ্রুও ভরে উঠতে পারে লতা, পাতা আর গুল্মে। ঠোঁটে আগুন লাগানো লাল। সঙ্গে পয়জন আইভির ট্রেডমার্ক, তার দীর্ঘ লাল চুল।

মডেল: শ্রাবণী

ক্রেজি ক্রুয়েলা
ডিজনির ‘দ্য মোস্ট আইকনিক ভিলেন’ খেতাবের চরিত্র ক্রুয়েলা ডে ভিল। কুটিলতা ছাড়াও তার খ্যাতি মেকআপ আর হেয়ারস্টাইলের জন্য। সাদা ফ্যাকাশে চেহারায় ভারী কনট্যুরিং। আই মেকআপও নজরকাড়া। তাতে গাঢ় সবুজ আর কালোর ব্যবহারই প্রধান। ধনুকাকৃতির এই আইব্রাও আইমেকআপের ট্রেডমার্ক। ঠোঁটের লাল লিপস্টিকেই মেকআপ কমপ্লিট। আর হেয়ারস্টাইল তো আরও আনকোরা। সাদা আর কালোর মিশেলেই হিট ক্রুয়েলার সিগনেচার হেয়ারস্টাইল।

মডেল: নাজ

 জাহেরা শিরীন
মেকওভার: পারসোনা
কৃতজ্ঞতা: কাজী কামরুল ইসলাম
ছবি: সৈয়দ অয়ন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top