একঝলক
পিংকাথন
স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে অ্যাপোলো হাসপাতাল মাসব্যাপী আয়োজন করেছে পিংক থন ক্যাম্পেইন। যার মাধ্যমে স্তন ক্যানসার সম্পর্কে নারীদের মধ্যে সচেতনতা তৈরি করা হবে। এ ছাড়া অ্যাপোলো হাসপাতালে ব্রেস্ট ক্যানসার চেকআপে থাকছে বিশেষ ছাড়। ক্যাম্পেইনটির সোশ্যাল পার্টনার হিসেবে মাসব্যাপী নানা সচেতনতামূলক কাজে অংশ নিয়েছে বিউটি স্যালন পারসোনা। এ ছাড়া ম্যাগাজিন পার্টনার হিসেবে কাজ করেছে ক্যানভাস, প্রিন্ট মিডিয়া ও রেডিও পার্টনার ছিল ঢাকা ট্রিবিউন ও ক্যাপিটাল এফএম। নারীদের নীরব ঘাতক বলা হয় স্তন ক্যানসারকে। এই গোপন ব্যাধির শিকার হয়ে প্রতিবছর প্রাণ হারান হাজার হাজার নারী। বিশ্বে প্রতি আটজনের একজন ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত। পরিসংখ্যানটি আসলেই ভয়াবহ এবং প্রতি ৩৬ জন আক্রান্ত নারীর মধ্যে মৃত্যুর সম্ভাবনা একজনের। আমাদের দেশে ক্যানসারে যত নারীর মৃত্যু হয়, তার দ্বিতীয় কারণ ব্রেস্ট ক্যানসার। স্তন ক্যানসার আসলে একধরনের ম্যালিগন্যান্ট টিউমার, যা স্তনের কোষগুলো থেকে শুরু হয়। স্তন ক্যানসার এমনই একধরনের অসুখ, যা প্রতিরোধের সেভাবে কোনো নির্দিষ্ট পদ্ধতি নেই।
আতিথেয়তায় নতুন জুটি
বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিজেদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করলো লা মেরিডিয়ান ঢাকার মালিকানা প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংস লিমিটেড। শনিবার সাকিব আল হাসানের উপস্থিতিতে লা মেরিডিয়ান ঢাকায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। এ সময় উপস্থিত ছিল পাঁচ তারকা হোটেলটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। আগামী দুই বছরের জন্য সাকিব আল হাসানকে নিজেদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে। অনুষ্ঠানে সাকিব আল হাসান ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিজের অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘শীর্ষস্থানীয় এ হোটেলটির সাথে অংশীদারিত্ব করতে পেরে আমি রোমাঞ্চিত। ব্যক্তিগতভাবে আমি বিশ্বাস করি, বাংলাদেশে আতিথেয়তা খাতে বেস্ট হোল্ডিংস লিমিটেড (বিএইচএল) বেশ বড় ধরনের অবদান রাখছে। এ সময়ে বিএইচএলের প্রতিনিধিত্ব করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
জিনসের কালেকশন
বাজারে এসেছে ফ্যাশন ব্র্যান্ড গ্রামীণ ইউনিক্লোর জিনস কালেকশন। ক্রেতাদের রুচি ও পরামর্শ অনুযায়ী প্রতিষ্ঠানটি বরাবরই বাজারে আনছে উন্নত মানের ট্রেন্ডি জিনস প্যান্ট। এরই ধারাবাহিকতায় গ্রামীণ ইউনিক্লো শীতের শুরুতে নিয়ে এসেছে এই কালেকশন। বিশেষভাবে তৈরি এবারের জিনস কালেকশনে রয়েছে সুপার স্ট্রেচি, টেকসই ও পারফেক্ট ফিটিংয়ের সব প্যান্ট। ক্রেতাদের দিনব্যাপী আরামের কথা চিন্তা করে জিনস প্যান্টে যুক্ত হয়েছে নতুন এসব বৈশিষ্ট্য। এ ছাড়া গ্রামীণ ইউনিক্লো মেয়েদের জিনসে প্রথমবারের মতো যোগ করেছে জিপ ফ্লাই। সঙ্গে পারফেক্ট ফিটিংয়ের জন্য ইলাস্টিক ব্যান্ড তো থাকছেই। ছেলেদের এই নতুন জিনস ১৯৯০ এবং মেয়েদের জিনস পাওয়া যাবে ১৬৯০ টাকায়।
মাসজুড়ে ছাড় বাংলার মেলায়
দেশীয় ফ্যাশন হাউজ বাংলার মেলা নভেম্বর মাসজুড়ে দিচ্ছে ৪০ শতাংশ পর্যন্ত ছাড়। প্রতিষ্ঠানটির নির্দিষ্ট পণ্যে থাকছে এই বিশেষ ছাড়। বাংলার মেলার স্বত্বাধিকারী এ কে এম গোলাম মাওলা জানান, সারা বছরের কেনাকাটার পাশাপাশি বাড়তি সুবিধা চান ক্রেতারা। তাদের চাহিদা পূরণ করতেই মাসব্যাপী ছাড়ের আয়োজন করছে বাংলার মেলা। বিশেষ এই ছাড় দেশী দশ আউটলেট ছাড়া সব কটি শোরুমেই পাওয়া যাবে। তারুণ্যকে প্রাধান্য দিয়ে তৈরি হয়েছে বাংলার মেলার সব পোশাক। বৈচিত্র্যপূর্ণ ডিজাইনে তৈরি এসব পোশাকে একই সঙ্গে ফুটে উঠেছে বাঙালি ঐতিহ্য। শীতকে প্রাধান্য দিয়ে ফেব্রিক ও রঙে আনা হয়েছে বৈচিত্র্য। এবার কটনের ব্যবহার থাকছে বেশি, কালার ও কাটে পোশাক যেন আরামদায়ক হয়, সে দিকটি লক্ষ রাখা হয়েছে। ছেলেদের পাঞ্জাবিতে জয়শ্রী সিল্ক, এন্ডি, কটন, খাদি তাঁতে নিজস্ব বুননে মাল্টি স্ট্রাইপ এসব ম্যাটেরিয়ালে করা হয়েছে। লং, মিডিয়াম ও শর্ট লেংথে পাওয়া যাবে নতুন এসব ট্রেন্ডি পাঞ্জাবি।