ডিজিটাল ট্যাক্স ফাইলিং প্রতিষ্ঠান শাপলা ট্যাক্স এবং সোনালী লাইফ ইন্সুরেন্সের মধ্যে একটি অংশীদারত্ব সম্পন্ন হয়েছে, যার প্রাথমিক লক্ষ্য এই দুই প্রতিষ্ঠানের কর্মীদের সহজ ও সাবলীল কর প্রদান প্রক্রিয়া নিশ্চিত করা। এই সহযোগিতা সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কর্মীদের ট্যাক্স ফাইলিং সুবিধা প্রদানের পাশাপাশি সার্বজনীন আর্থিক স্বাক্ষরতা বাড়াবে এবং ডিজিটাল দক্ষতার উন্নয়ন ঘটাবে বলে আশা করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। আরও বলা হয়, শাপলার সহজ ট্যাক্স ফাইলিং প্রক্রিয়ার সঙ্গে একীভূত হয়ে সোনালী লাইফ ইন্স্যুরেন্স তার কর্মীদের মধ্যে কেবল সুযোগ সুবিধাই বৃদ্ধি করছে না, বরং একটি ভালো কর্মপরিবেশ দেওয়ার পাশাপাশি প্রতিটি সদস্যের আর্থিক সুযোগ সুবিধা সৃষ্টি এবং তার গুরুত্ব নিশ্চিত করছে।
শাপলার সিইও তাসনিম মর্তুজা বলেন, ‘সোনালী লাইফ ইন্সুরেন্সের সাথে আমাদের এই প্রচেষ্টা কোম্পানির প্রতিটি কর্মীর জন্য ট্যাক্স ফাইলিং প্রক্রিয়া সহজতর এবং উন্নত করার প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ। শাপলার প্রাথমিক উদ্দেশ্য প্রত্যেকের জন্য ট্যাক্স ফাইলিং ডিজিটাল এবং সহজসাধ্য করা। আর এই অংশীদারত্বের মাধ্যমে আমরা এই লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছে যাচ্ছি।’
অন্যদিকে, সোনালী লাইফ ইন্স্যুরেন্সের সিইও মীর রাশেদ বিন আমান বলেন, ‘শাপলা ট্যাক্সকে আমাদের কর্মচারী বেনিফিট প্রোগ্রামে একীভূত করার অর্থ কেবল ট্যাক্স ফাইলিংয়ের জটিলতা কমানোই নয়, বরং এতে করে আমাদের টিম প্রযুক্তিগতভাবে আরও উন্নত এবং আর্থিকভাবে সুরক্ষিত হয়ে উঠবে।’
- ফুয়াদ/ক্যানভাস অনলাইন