বাংলাদেশি রহস্য থ্রিলার ফিল্ম ‘ওয়ান ইলেভেন’-এ অভিনয় করতে যাচ্ছেন ভারতের বাংলাভাষী আলোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। সম্প্রতি এ বিষয়ে প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
‘ওয়ান ইলেভেন’ টিমের হাজির করা প্রেস ম্যাটেরিয়াল থেকে জানা গেছে ৪২ বছর বয়সী এই অভিনেত্রীর ভাষ্যও। স্বস্তিকা জানান, বহু বছর ধরেই বাংলাদেশে কাজ করার প্রবল ইচ্ছে তার। তবে ঢাকায় মাত্র একবারই এসেছেন। ২০০৮ সালে। একটি বাণিজ্যিক চলচ্চিত্রে শুটিং করতে। তারপর বেশ কয়েকজন পরিচালক-প্রযোজকের সঙ্গে আলাপ, স্ক্রিপ্ট আদান-প্রদান হলেও শেষ পর্যন্ত অভিনয় করা হয়ে ওঠেনি।
নির্মিতব্য ‘ওয়ান ইলেভেন’ প্রসঙ্গে বলেন, ‘এই ছবির পরিচালক কামরুল রিফাত ২০২১ সালে আমাকে গল্পটি পাঠিয়েছিলেন। স্ক্রিপ্টও পড়েছি। অনেকগুলো ড্রাফট পড়েছি। চরিত্র নিয়ে আলোচনা হয়েছে। জুম কলে অনেকগুলো মিটিং করেছি। এক রকম মুগ্ধতা তৈরি হয়েছে পুরো গল্পে। তা ছাড়া ওনারা যেভাবে শুটিং করতে চান, পুরো বিষয়টার প্রতিও মুগ্ধতা থেকেই কাজটি করতে চাওয়া।’
‘আমি সব সময় এমন চরিত্র করতে চাই যেগুলো আগে কখনো করিনি,’ যোগ করেন স্বস্তিকা।
বলে রাখা ভালো, হুমায়ুন কবির বিশ্বাসের গল্পে ‘ওয়ান ইলেভেন’-এর সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু। চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক রবিন শামস। এতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন আফজাল হোসেন।