বাড়ির অন্দরমহলের দেয়ালে পেইন্ট করার দিন ফুরিয়ে এলো। বরং তার বদলে অল্প সময়ে দৃষ্টিনান্দনিক গৃহসজ্জায় থ্রিডি ব্রিকসের যুগ শুরু হলো বলে। পানি কিংবা তাপরোধী থ্রিডি ব্রিকস ফোম ওয়ালপেপারে সহজেই সাজিয়ে তোলা যায় গৃহের অন্দরমহলের শান্তির চার দেয়াল। সময়ের মতোই এই পদ্ধতিতে দেয়াল সাজিয়ে তোলার ক্ষেত্রে শ্রমও সাশ্রয় হয়। বাড়ির লোকেরাই কম শ্রমে অন্দরমহলকে সাজিয়ে তুলতে পারবেন থ্রিডি ব্রিকস ফোম ওয়ালপেপারে। এর জন্য বাইরে থেকে রাজমিস্ত্রি নিয়োগ করতে হবে না।
পোড়ামাটির ইট অথবা এই পোড়া মাটির ইটের ওপর প্লাস্টার অব প্যারিসের কাজ অথবা পাথরের ইট দিয়ে গড়ে তোলা দেয়াল হুবহু এমনই দেখতে থ্রিডি ব্রিকস ফোম ওয়ালপেপার। শুধু এই এটা স্থিতিস্থাপক, রোল করেও রাখা যায় দেয়ালকে। আসলে এই থ্রিডি ব্রিকস হলো কটন ফোমের থ্রিডি শিট। থ্রিডি প্রিন্টার থেকে কটন ফোমের থ্রিডি প্রিন্টের এই ব্রিকস ওয়ালপেপার তৈরি হয়।
যাঁরা তাঁদের বাড়িতে এই ধরনের থ্রিডি ব্রিকসের ব্যবহার করেছেন তাঁদের মতে, সময়, শ্রম ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি গৃহসৌন্দর্য বাড়ানোর ক্ষেত্রে থ্রিডি ব্রিকস ফোম ওয়ালপেপারের জুড়ি মেলা ভার। অন্দরমহলের দেয়ালকে ত্রিমাত্রিক ইটে শোভায় সাজিয়ে নিতে উপমহাদেশের নগরজীবনে এই থ্রিডি ব্রিকস ফোম ওয়ালপেপার কেনার প্রবণতা যে বাড়ছে, তা আমাজনের মতো নামিদামি অনলাইন শপিং সাইটগুলোয় এর চাহিদা দেখলেই বোঝা যাচ্ছে।