রাজিব ও স্নিগ্ধা দুজনের স্বপ্নে গড়ে উঠেছে ‘গ্রিন ইনসাইড’। প্রকৃতির পরশ ঘরের ভেতরে নিয়ে আসার প্রত্যয়ে যাত্রা শুরু এই দম্পতির উদ্যােগটির। ইনডোর গ্রিনারি আয়োজনের সকল উপকরণ একই ঠিকানায় নিয়ে আসার চেষ্টা করে যাচ্ছেন তারা।
গাছের পাশাপাশি, বাগান পরিচর্যার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম যেমন রেডি মিক্স সয়েল, সার, প্ল্যান্ট’স পটসহ নানান কিছু রয়েছে তাদের কাছে।
বাংলাদেশেই তৈরি হয় ‘গ্রিন ইনসাইড’-এর বেশির ভাগ প্ল্যান্ট। দাম ২৫০ থেকে ১০,০০০ টাকার মধ্যে। অফলাইন প্ল্যান্ট ডিসপ্লে সেন্টারের পরিকল্পনা আছে টিমের। চলতি বছরের শেষদিকে রাজধানীতে শুভারম্ভ হবে বলে জানিয়েছে উদ্যোক্তা দম্পতি।
ভবিষ্যতে নগরীর ৮০ শতাংশ মানুষের ঘরে সবুজ পৌঁছে দেওয়ার ইচ্ছা তাদের। শহুরেরা সবুজে শান্তি খুঁজে পাবেন বলে আশা করেন তারা।
অনলাইনে যোগাযোগের ঠিকানা: www.facebook.com/greeninsidebd
- সারাহ্/ ক্যানভাস অনলাইন