ল্যান্ডস্কেপ, নেচার ও রিভারিন থিমে প্রদর্শিত হবে আর্ট এক্সিবিশন জলকাব্য ২। এটি অনুষ্ঠিত হবে নগরীর গুলশান ২-এর এজ গ্যালারিতে। ১৮ সেপ্টেম্বর শুরু হয়ে চলবে ১৬ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে প্রদর্শনী। আজ বিকেল পাঁচটায় এর উদ্বোধনী অনুষ্ঠান হবে।
ওয়াটার পেইন্টিং গ্রুপ এক্সিবিশনটি জলকাব্য ২-এ অলোকেশ ঘোষ, আল আখির সরকার, আনিসুজ্জামান, আরিফুল ইসলাম, আজমীর হোসাইন, বীরেন সোম, হামিদুজ্জামান খান, জামাল আহমেদ, কামরুজ্জোহা, কাউসার হোসাইন, মিন্টু দে, মনিরুল ইসলাম, নবরাজ রায়, নাফিউজ্জামান নাফি, নাজমুল হক বাপ্পি, রঞ্জিত দাস, সাব্বির আহমেদ, সমরজিৎ রায়চৌধুরী, শাকিরুন্নাহার কানন, শারমিন আক্তার লিনা, সোহাগ পারভেজ, সৈকত হোসাইন, সুলতান ইশতিয়াক, ওয়ারিয়র রহমান সামি ও জাহাঙ্গীর আলমের আঁকা ছবি প্রদর্শিত হবে। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত। ছবি পছন্দ হলে তা কিনে নিতে পারবেন দর্শনার্থীরা।