সামার কালেকশন নিয়ে জমকালো ফ্যাশন শোর আয়োজন করে দেশীয় ফ্যাশন হাউজ ইউডো ডিজাইন সোর্স। অনুষ্ঠিত হয় ১৩ এপ্রিল রাজধানীর যমুনা ফিউচার পার্কের ওয়েস্ট কোর্টে। এতে ৩টি সেগমেন্টে ১১টি কিউর মাধ্যমে সামার কালেকশনগুলো প্রদর্শন করা হয়। কোরিওগ্রাফ করেন ফয়সাল তুষার। অতিথি ছিলেন সাংসদ সালমা ইসলাম। ইউডো ডিজাইন সোর্সের সিইও ও ডিজাইনার এমডি পলাশ জানান, সামারে ট্র্যাডিশনাল ও পাশ্চাত্য ধাঁচের পোশাক আনা হয়েছে। সুতি, জর্জেট ও সিল্কের কাপড়ে মোটিফ হিসেবে প্রকৃতি ও ফুল প্রাধান্য পেয়েছে। ইউডো ডিজাইন সোর্সের শোরুম রয়েছে যমুনা ফিউচার পার্ক, মিরপুর, সাভার, জয়পাড়া, খুলনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে।
Related Projects
এনাম-অমর্ত্য-সাহানার হাত ধরে বাঙালিদের বিলেত জয়
- June 6, 2018
ফের বাঙালি তার কীর্তি দিয়ে জয় করে নিচ্ছে
বনানীতে ব্লুচিজের ফ্ল্যাগশিপ আউটলেট
- January 15, 2025
মান, স্বস্তি ও উদ্ভাবনের প্রতিশ্রুতি নিয়ে ফ্যাশনকে নতুনভাবে উপস্থাপন করাই ব্র্যান্ডটির লক্ষ্য
হারল্যান স্টোর উদ্বোধনে অপু বিশ্বাস, কেয়া ও ইমন
- March 3, 2024
পিরোজপুরের স্বরুপকাঠীতে দেশের সবচেয়ে বড় অথেনটিক রিটেইল শপের উদ্বোধন করেছেন বড় পর্দার এই তিন তারকা