সামার কালেকশন নিয়ে জমকালো ফ্যাশন শোর আয়োজন করে দেশীয় ফ্যাশন হাউজ ইউডো ডিজাইন সোর্স। অনুষ্ঠিত হয় ১৩ এপ্রিল রাজধানীর যমুনা ফিউচার পার্কের ওয়েস্ট কোর্টে। এতে ৩টি সেগমেন্টে ১১টি কিউর মাধ্যমে সামার কালেকশনগুলো প্রদর্শন করা হয়। কোরিওগ্রাফ করেন ফয়সাল তুষার। অতিথি ছিলেন সাংসদ সালমা ইসলাম। ইউডো ডিজাইন সোর্সের সিইও ও ডিজাইনার এমডি পলাশ জানান, সামারে ট্র্যাডিশনাল ও পাশ্চাত্য ধাঁচের পোশাক আনা হয়েছে। সুতি, জর্জেট ও সিল্কের কাপড়ে মোটিফ হিসেবে প্রকৃতি ও ফুল প্রাধান্য পেয়েছে। ইউডো ডিজাইন সোর্সের শোরুম রয়েছে যমুনা ফিউচার পার্ক, মিরপুর, সাভার, জয়পাড়া, খুলনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে।
Related Projects
মুচাচোস: আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ের গল্প স্টার সিনেপ্লেক্সে
- April 24, 2024
বাংলাদেশে প্রথম স্প্যানিশ ভাষার ছবি হিসেবে মুক্তি পাবে এটি
বিআইজি-তে পুরস্কৃত নোডস ডিজিটাল লিমিটেডের ই-ইরিগেশন
- June 18, 2023
নোডস ডিজিটাল লিমিটেড, একটি এগ্রিটেক…

