সামার কালেকশন নিয়ে জমকালো ফ্যাশন শোর আয়োজন করে দেশীয় ফ্যাশন হাউজ ইউডো ডিজাইন সোর্স। অনুষ্ঠিত হয় ১৩ এপ্রিল রাজধানীর যমুনা ফিউচার পার্কের ওয়েস্ট কোর্টে। এতে ৩টি সেগমেন্টে ১১টি কিউর মাধ্যমে সামার কালেকশনগুলো প্রদর্শন করা হয়। কোরিওগ্রাফ করেন ফয়সাল তুষার। অতিথি ছিলেন সাংসদ সালমা ইসলাম। ইউডো ডিজাইন সোর্সের সিইও ও ডিজাইনার এমডি পলাশ জানান, সামারে ট্র্যাডিশনাল ও পাশ্চাত্য ধাঁচের পোশাক আনা হয়েছে। সুতি, জর্জেট ও সিল্কের কাপড়ে মোটিফ হিসেবে প্রকৃতি ও ফুল প্রাধান্য পেয়েছে। ইউডো ডিজাইন সোর্সের শোরুম রয়েছে যমুনা ফিউচার পার্ক, মিরপুর, সাভার, জয়পাড়া, খুলনা, বগুড়া, টাঙ্গাইল ও ময়মনসিংহে।
Related Projects
ঢাকা রিজেন্সি-ক্রাউন সিমেন্ট সমঝোতা চুক্তি
- December 11, 2024
চুক্তি অনুযায়ী, ক্রাউন সিমেন্টের সদস্যরা ঢাকা রিজেন্সির সেবাসমূহে বিশেষ এক্সেস পাবেন, যার মধ্যে রয়েছে রুম রেট, ডাইনিং ডিসকাউন্ট, স্পা,সুইমিং পুল, হেলথ ক্লাব সুবিধা প্রভৃতি
লা ডেলিশিয়ার নতুন আউটলেট মিরপুর ৬০ ফিটে
- November 18, 2024
'যাত্রা শুরুর পর থেকেই অথেনটিসিটি, ফ্রেশনেস ও সঠিক হাইজিন মেনে চলার কারণে লা ডেলিশিয়া ঢাকায় একটি স্বনামধন্য বেকারি ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে'

