skip to Main Content
ইউনিমার্টে পাওয়া যাচ্ছে স্যামসাং স্মার্টফোন

ক্রেতাদের কথা বিবেচনা করে দারুণ এক উদ্যোগ নিয়েছে স্যামসাং বাংলাদেশ ও ইউনিমার্ট।  ২১ মে থেকে অন্যান্য পণ্যের সাথে স্যামসাংয়ের স্মার্টফোনগুলোও পাওয়া যাচ্ছে ইউনিমার্টে।

ইউনিমার্টের ভেতরে স্যামসাং দুজন বিক্রয় প্রতিনিধিসহ একটি বুথ স্থাপন করেছে। এ দুর্যোগকালীন পরিস্থিতিতে, ইউনিমার্টের গুলশান ২ (সড়ক ৯০, গুলশান ২, ঢাকা ১২১২) এবং ধানমন্ডি আউটলেট (বাড়ি ৮০, সড়ক ৬/এ, ধানমন্ডি, ঢাকা ১২০৫) থেকে ক্রেতারা স্যামসাং ডিভাইস ক্রয় করতে পারবে।

ক্রেতাদের জন্য কোভিড-১৯ এর সময়ে স্যামসাংয়ের নেয়া বিভিন্ন কার্যক্রমের ধারাবাহিকতায় এ পদক্ষেপ নেয়া হয়েছে। ক্রেতাদের নিরাপত্তার কথা বিবেচনা করে স্যামসাং বাংলাদেশ চালু করেছে http://galaxyshpbd.com। স্যামসাংয়ের সকল অফিশিয়াল স্মার্টফোন ও ট্যাবলেটের অনলাইন অর্ডার করা যাচ্ছে এই প্ল্যাটফর্মে এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে অর্ডার দেশজুড়ে ৭২ ঘণ্টার মধ্যে ডেলিভারি করা হবে।

উল্লেখ্য, ইউনাইটেড গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান ইউনিমার্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top