ইটালিয়ান ডিজাইন বিশ্বব্যাপী গুণমান, উদ্ভাবন ও স্থায়িত্ব, সৌন্দর্য ও কার্যকারিতার সমন্বয়ের জন্য পরিচিত।
ইটালিয়ান ডিজাইন উদযাপন করতে এবং এর সমসাময়িক প্রবণতা ও বৈশিষ্ট্য চারপাশে ছড়িয়ে দিতে, ইটালির পররাষ্ট্র মন্ত্রণালয় , সংস্কৃতি মন্ত্রণালয় এবং আইসিই অ্যাজেনযিয়া -এর সহযোগিতায় বিশ্বব্যাপী বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করা হয়। এর মধ্যে সবচেয়ে বৃহত্তম ও সফল ডিজাইন এক্সিবিশন অনুষ্ঠিত হয় ১৬-২১ এপ্রিল মিলানে। আয়োজনের সঙ্গে ছিল স্যালোন ডেল মোবাইল।
এবারের উদযাপনের প্রতিপাদ্য ছিল, ‘ম্যানুফ্যাকচারিং ভ্যালুঃ ইনক্লুসিভনেস, ইনোভেশন অ্যান্ড সাসটেইনেবিলিটি।’ এ বছর ১১ থেকে ১৫ মে পর্যন্ত বাংলাদেশে ইটালিয়ান ডিজাইন ডে পালিত হয়।ইতালীয় ডিজাইনার আসিয়া কারাগুইওজোভা ‘অ্যাম্বাসেডর অব ইটালিয়ান ডিজাইন’ হিসেবে ঢাকায় এসে কিছু কার্যক্রম পরিচালনা করেছেন যার মধ্যে ১৪মে বাংলাদেশে ইটালিয়ান ডিজাইন ডে উদযাপন যেখানে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান ও ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। এর পাশাপাশি ছিল সৃজনশীল কর্মশালা, ঐতিহ্যবাহী দর্শনীয় স্থান সোনারগাঁও পরিদর্শন, গণমাধ্যমের ব্যাক্তিদের সঙ্গে বৈঠক, ও সমসাময়িক ইটালিয়ান ডিজাইনের মাস্টারক্লাস।
ফুয়াদ/ক্যানভাস অনলাইন