ছোট পর্দার অভিনেত্রী নাদিয়া আহমেদ। নাটকের পাশাপাশি নৃত্যপটুও এই অভিনেত্রী। তবে অভিনেত্রী ও নৃত্যশিল্পী- এ দুই পরিচয়ের মধ্যে নিজেকে নৃত্যশিল্পী হিসেবে পরিচয় দিতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।
অভিনয়ে যেমন শিডিউল মেলান, ঠিক সেই গুরুত্ব নিয়েই শিডিউল মেলান নৃত্যানুষ্ঠানে। তবে এবার তিনি এসেছেন তাঁর নতুন পরিচয় নিয়ে। নাদিয়া আহমেদ এখন থেকে একজন উপস্থাপিকাও। রমজান মাসব্যাপী একটি অনুষ্ঠানের উপস্থাপনা করবেন তিনি।
ইতিমধ্যে অনুষ্ঠানের রেকর্ডিং সম্পন্ন করেছেন নাদিয়া। উপস্থাপনা প্রসঙ্গে নাদিয়া বলেন, ‘এর আগে অনেকেই উপস্থাপনা করার কথা বলেছেন, কিন্তু সাহস পাইনি। কেননা যারা নিয়মিত উপস্থাপনা করেন, তারাই সেটা ভালো পারেন।
এ অনুষ্ঠানের সবকিছু আমার ভালো লেগেছে, তাই উপস্থাপনা করার সাহস করেছি। ভালো হলো নাকি মন্দ, তা দর্শক ভালো বলতে পারবেন।’
নাদিয়া উপস্থাপিত টিভি অনুষ্ঠানটির নাম ‘জিরো ক্যাল ড্রিংকস অ্যান্ড ডেজার্ট’। রমজানের প্রথম দিন থেকে প্রতিদিন ৪.১৫ মিনিট থেকে ৪.৪৫ মিনিট পর্যন্ত মাছরাঙার পর্দায় প্রচার হবে অনুষ্ঠানটি। এটি প্রযোজনা করছেন অজয় পোদ্দার এবং সার্বিক সহযোগিতায় আছেন নিয়াজ মোর্শেদ রাজীব।