গেল বছর পুরো সৌন্দর্যবিশ্বে রাজত্ব ছিল রিহানার। না! নির্দিষ্ট কোনো মেকআপ লুক দিয়ে নয়, তার নিজস্ব বিউটি ব্র্যান্ড দিয়ে সেট করেছেন নতুন এই স্টেটমেন্ট। ‘ফেনটি বিউটি’ শুধু সৌন্দর্যসচেতন মানুষের কাছেই জনপ্রিয় হয়নি, পাল্টে দিয়েছে সৌন্দর্যবিশ্বের অনেক সনাতন ধারণা। ইনক্লুসিভ বিউটি ট্রেন্ড চালু করে অন্য বড় বড় ব্র্যান্ডেরও মাথা ঘুরিয়ে দিয়েছিল ফেনটি। প্রথম মাসেই বাজার থেকে তুলে নিয়েছিল ৭২ মিলিয়ন ডলার। এবার পালে হাওয়া দিতে প্রস্তুত এই জনপ্রিয় তারকা। গেল ১১ মে বাজারে এসেছে রিহানার লঞ্জারের ব্র্যান্ড ‘স্যাভেজ এক্স ফেনটি।’ ব্র্যান্ডটির পুরো কালেকশনে নব্বই ধরনের ভিন্ন ভিন্ন স্টাইলের লঞ্জারে মিলবে ৩৬ ধরনের আলাদা সাইজে। ৩২এ থেকে ৪৪ ডিডি সাইজের ব্রা ছাড়াও স্যাভেজে মিলবে এক্সট্রা স্মল থেকে ত্রিপল এক্স সাইজের প্যান্টি ও স্লিপওয়্যার। চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে পুরো কালেকশনকে। অন দ্য রেজে থাকছে টি-শার্ট ব্রা, ইউ কিউটে থাকছে লেইসি ‘ডিটেইলের লঞ্জারে, ড্যামে থাকছে করসেট এবং বডিস্যুট আর ব্ল্যাক উইডোতে থাকছে ক্রচলেস প্যান্টির কালেকশন। রিহানার সাইজ ইনক্লুসিভ এ কালেকশনগুলো মিলবে ব্র্যান্ডটির অনলাইন ওয়েবসাইটে।
Related Projects
সিক্স সিজনে অ্যারাবিয়ান নাইটস
- September 29, 2024
মধ্যপ্রাচ্যের সমৃদ্ধ স্বাদ উপভোগ করতে চাইলে হোটেলটির এই মুখরোচক আয়োজনে অংশগ্রহণ করা যেতেই পারে
দেশে মেটা বিজনেস কার্যক্রমে রোর গ্লোবাল
- August 26, 2025
প্রতিষ্ঠানটির বাংলাদেশি অঙ্গপ্রতিষ্ঠান রোর বাংলার মাধ্যমে দেশের ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য উপযোগী বিশেষায়িত মেটার বিজ্ঞাপন সেবা ও সমাধান প্রদান করে আসছে

