গেল বছর পুরো সৌন্দর্যবিশ্বে রাজত্ব ছিল রিহানার। না! নির্দিষ্ট কোনো মেকআপ লুক দিয়ে নয়, তার নিজস্ব বিউটি ব্র্যান্ড দিয়ে সেট করেছেন নতুন এই স্টেটমেন্ট। ‘ফেনটি বিউটি’ শুধু সৌন্দর্যসচেতন মানুষের কাছেই জনপ্রিয় হয়নি, পাল্টে দিয়েছে সৌন্দর্যবিশ্বের অনেক সনাতন ধারণা। ইনক্লুসিভ বিউটি ট্রেন্ড চালু করে অন্য বড় বড় ব্র্যান্ডেরও মাথা ঘুরিয়ে দিয়েছিল ফেনটি। প্রথম মাসেই বাজার থেকে তুলে নিয়েছিল ৭২ মিলিয়ন ডলার। এবার পালে হাওয়া দিতে প্রস্তুত এই জনপ্রিয় তারকা। গেল ১১ মে বাজারে এসেছে রিহানার লঞ্জারের ব্র্যান্ড ‘স্যাভেজ এক্স ফেনটি।’ ব্র্যান্ডটির পুরো কালেকশনে নব্বই ধরনের ভিন্ন ভিন্ন স্টাইলের লঞ্জারে মিলবে ৩৬ ধরনের আলাদা সাইজে। ৩২এ থেকে ৪৪ ডিডি সাইজের ব্রা ছাড়াও স্যাভেজে মিলবে এক্সট্রা স্মল থেকে ত্রিপল এক্স সাইজের প্যান্টি ও স্লিপওয়্যার। চারটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে পুরো কালেকশনকে। অন দ্য রেজে থাকছে টি-শার্ট ব্রা, ইউ কিউটে থাকছে লেইসি ‘ডিটেইলের লঞ্জারে, ড্যামে থাকছে করসেট এবং বডিস্যুট আর ব্ল্যাক উইডোতে থাকছে ক্রচলেস প্যান্টির কালেকশন। রিহানার সাইজ ইনক্লুসিভ এ কালেকশনগুলো মিলবে ব্র্যান্ডটির অনলাইন ওয়েবসাইটে।
Related Projects
ডোরিন প্রোপার্টি স্প্রিং ফেয়ার
- March 11, 2024
আবাসিক থেকে বাণিজ্যিক-- সকল পর্যায়ের বৈচিত্র্যময় প্রোপার্টির প্রদর্শন ঘটছে এখানে
পরীমনির হাত ধরে মানিকগঞ্জে হারল্যান
- February 14, 2024
প্রিমিয়াম প্যাকেজিং আর কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে এই ব্র্যান্ড তার লাইনআপে রেখেছে প্রাইমার, ফাউন্ডেশন, কনসিলার, লিপস্টিক, জেল আইলাইনার, মাসকারা ও নেইল পলিশের মতো সাজসজ্জার নানা অনুষঙ্গ