জিনস। শুরুতে শ্রমজীবী মানুষের জন্য তৈরি হতো এই পোশাক। যা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পোশাকগুলোর একটি। আরামদায়ক ও দীর্ঘস্থায়ী হওয়ায় এর কদর বেড়েই চলছে। বিভিন্ন দেশের ডিজাইনার থেকে শুরু করে খ্যাতনামা ফ্যাশন ব্র্যান্ডগুলোও জিনস নিয়ে নানা ধরনের নিরীক্ষা করে আসছে। এবার লস অ্যাঞ্জেলেসভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড কারমার ডেনিম তৈরি করেছে এক্সট্রিম কাট আউট প্যান্ট। যেখানে প্যান্টের শুধু সেলাইয়ের অংশ ছাড়া আর কোথাও কাপড় নেই। অনেকে এর নাম দিয়েছেন ইনভিজিবল জিনস। প্রস্তুতকারী কোম্পানি জিনসটির মূল্য নির্ধারণ করেছে ১৬৮ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ হাজার টাকা। এই জিনসের দাম এবং ডিজাইন নিয়ে ফ্যাশন ব্র্যান্ড কারমার ডেনিমকে সমালোচনায় পড়তে হয়েছে। অনেকে আবার বিদ্রূপও করেছেন। তবে মজার বিষয় হচ্ছে, এক্সট্রিম কাট আউট জিনস বাজারে ছাড়ার চতুর্থ দিনেই, কারমার ডেনিম নিজস্ব অনলাইনে সব বিক্রি হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছে।
Related Projects
এলো ব্রাইট: ফুডপ্যান্ডার নিজস্ব স্টোর ব্র্যান্ড
- June 11, 2024
ব্রাইটফার্মস লেবেলের আওতায় সবজি ও ফলমূল পাওয়া যাবে। আর রান্নার মসলা, দানাদার পণ্য, রেডি টু ইট পণ্য, নাশতা ও বেভারেজ পণ্য পাওয়া যাবে ব্রাইটইয়ামস লেবেলে
লেয়ার্ড ইন লাক্সারি: ব্লুচিজ উইন্টার এডিট ’২৫
- November 26, 2025
তৈরি করা হয়েছে আজকের প্রজন্মের কথা মাথায় রেখে, যারা এমন পোশাক চান যা ভার্সেটাইল, আরামদায়ক এবং দেখতেও সব সময় আকর্ষণীয়

