জিনস। শুরুতে শ্রমজীবী মানুষের জন্য তৈরি হতো এই পোশাক। যা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পোশাকগুলোর একটি। আরামদায়ক ও দীর্ঘস্থায়ী হওয়ায় এর কদর বেড়েই চলছে। বিভিন্ন দেশের ডিজাইনার থেকে শুরু করে খ্যাতনামা ফ্যাশন ব্র্যান্ডগুলোও জিনস নিয়ে নানা ধরনের নিরীক্ষা করে আসছে। এবার লস অ্যাঞ্জেলেসভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড কারমার ডেনিম তৈরি করেছে এক্সট্রিম কাট আউট প্যান্ট। যেখানে প্যান্টের শুধু সেলাইয়ের অংশ ছাড়া আর কোথাও কাপড় নেই। অনেকে এর নাম দিয়েছেন ইনভিজিবল জিনস। প্রস্তুতকারী কোম্পানি জিনসটির মূল্য নির্ধারণ করেছে ১৬৮ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ হাজার টাকা। এই জিনসের দাম এবং ডিজাইন নিয়ে ফ্যাশন ব্র্যান্ড কারমার ডেনিমকে সমালোচনায় পড়তে হয়েছে। অনেকে আবার বিদ্রূপও করেছেন। তবে মজার বিষয় হচ্ছে, এক্সট্রিম কাট আউট জিনস বাজারে ছাড়ার চতুর্থ দিনেই, কারমার ডেনিম নিজস্ব অনলাইনে সব বিক্রি হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছে।
Related Projects
বাংলাদেশ সি-সুটস অ্যাওয়ার্ডস
- November 13, 2023
'এই সম্মাননা বাংলাদেশের ব্যবসায়িক ক্ষেত্রের শীর্ষ নেতৃত্বের বিকাশের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে। দুটি লক্ষ্য নিয়ে আমরা এই উদ্যোগ শুরু করেছি। প্রথমত, দেশের শীর্ষ কর্মকর্তাদের অসাধারণ অর্জনকে উদযাপন করা এবং দ্বিতীয়ত তাদের সাফল্যের গল্পকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা।'
ঘোর নিয়ে নেমেসিস
- December 4, 2023
অ্যালবাম প্রকাশের আগেই অ্যালবামের আরও কয়েকটি গানের মিউজিক ভিডিও প্রকাশ করার পরিকল্পনা রয়েছে নেমেসিসের