জিনস। শুরুতে শ্রমজীবী মানুষের জন্য তৈরি হতো এই পোশাক। যা বর্তমানে সবচেয়ে জনপ্রিয় পোশাকগুলোর একটি। আরামদায়ক ও দীর্ঘস্থায়ী হওয়ায় এর কদর বেড়েই চলছে। বিভিন্ন দেশের ডিজাইনার থেকে শুরু করে খ্যাতনামা ফ্যাশন ব্র্যান্ডগুলোও জিনস নিয়ে নানা ধরনের নিরীক্ষা করে আসছে। এবার লস অ্যাঞ্জেলেসভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড কারমার ডেনিম তৈরি করেছে এক্সট্রিম কাট আউট প্যান্ট। যেখানে প্যান্টের শুধু সেলাইয়ের অংশ ছাড়া আর কোথাও কাপড় নেই। অনেকে এর নাম দিয়েছেন ইনভিজিবল জিনস। প্রস্তুতকারী কোম্পানি জিনসটির মূল্য নির্ধারণ করেছে ১৬৮ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১৪ হাজার টাকা। এই জিনসের দাম এবং ডিজাইন নিয়ে ফ্যাশন ব্র্যান্ড কারমার ডেনিমকে সমালোচনায় পড়তে হয়েছে। অনেকে আবার বিদ্রূপও করেছেন। তবে মজার বিষয় হচ্ছে, এক্সট্রিম কাট আউট জিনস বাজারে ছাড়ার চতুর্থ দিনেই, কারমার ডেনিম নিজস্ব অনলাইনে সব বিক্রি হয়ে গেছে বলে ঘোষণা দিয়েছে।
Related Projects
র্যানকন মটরস-ক্র্যাক প্লাটুন চার্জিং সল্যুশন চুক্তি
- November 25, 2024
বর্তমানে দুটি প্রতিষ্ঠানের অধীনে দেশজুড়ে ২০টি এসি চার্জার রয়েছে, যার মাধ্যমে যেকোনো মডেলের ইলেকট্রিক গাড়ি চার্জ দেওয়ার সুযোগ রয়েছে
উবারে যুক্ত রাউন্ড ট্রিপ
- February 1, 2024
এই নতুন ফিচারের সাহায্যে যাত্রীরা শহরের বাইরে ভ্রমণের সময় একই গাড়ি ও চালককে এক বা একাধিক দিনের জন্য বুক করতে পারবেন