বর্তমান যুগে সবাই-ই যেন ফটোগ্রাফার বনে গেছে। হাতে হাতে ক্যামেরা, এখানে ওখানে ক্লিক। গ্রাহকের চাহিদার কথা বিবেচনা করে মোবাইল কোম্পানিগুলো তাদের ফিচারে আনছে উন্নতি, যুক্ত করছে উন্নত থেকে আরও উন্নত ক্যামেরা। প্রথম দিকে মোবাইল ফোনে মোটে একটি ক্যামেরাই থাকত। এরপর এলো ফ্রন্ট ক্যামেরাসহ। একটি দুটি করে তিন ক্যামেরা বিশিষ্ট স্মার্টফোনও হাতে পেয়েছে ফোন ব্যবহারকারীরা। ইতোপূর্বে চৈনিক স্মার্টফোন নির্মাতা কোম্পানি হুয়াওয়ে তাদের পি২০ প্রো মডেলের স্মার্টফোনে যুক্ত করেছিল তিন লেন্সযুক্ত ক্যামেরা। এবার লাইট নামের একটি প্রতিষ্ঠান নয় লেন্সযুক্ত স্মার্টফোন ক্যামেরা তৈরি করছে।
এর আগে ‘লাইট’ প্রতিষ্ঠান ১৬ লেন্সযুক্ত ক্যামেরা সিস্টেম তৈরি করে আলোচনায় এসেছিল। এবার তারা স্মার্টফোনে নয়, লেন্সের ক্যামেরা যুক্ত করতে যাচ্ছে।
কিন্তু স্মার্টফোনের পেছনে নয়টি ক্যামেরা কীভাবে সেট করা হবে? প্রটোটাইপে দেখা গেছে, বৃত্তাকারভাবে নয়টি লেন্স সাজানো হয়েছে। এ ক্ষেত্রে অবশ্য লেন্সের আকার–আকৃতি বিভিন্ন হতে পারে। বস্তুর ছবি তুলতে এই নয় ক্যামেরা দিয়ে লাইট, ডেপথ, কালার প্রভৃতি ধারণ করা হবে। তারপর ছবিসংক্রান্ত যাবতীয় তথ্য একটি অ্যালগরিদম দিয়ে সমন্বয় করা হবে।
নয় লেন্সের ক্যামেরা ফোনে ৬৪ মেগাপিক্সেলের ছবি পাওয়া যাবে। এটি দিয়ে কম আলোতেও ভালো ছবি তোলা যাবে।
দাম কত হতে পারে এ স্মার্টফোনের? এখনো দাম কিংবা বাজারে কবে আসবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এ বছরের শেষ নাগাদ বাজারে আসবে স্মার্টফোনটি। এ ধরনের স্মার্টফোনের দাম বেশি হতে পারে।