‘কালো মেয়ের পায়ের তলায় দেখেছিলেম আলোর নাচন’।কবেকার পুরানো এই বাংলা ভাবসঙ্গীত সৌন্দর্যের পাশ্চাত্ত্য ধারণার বিপ্রতীপে কালো মানুষের সৌন্দর্য চেতনার বার্তা। সেই বার্তা আজও নানাভাবে প্রাসঙ্গিক।ফর্সা মানেই যে সুন্দর নয়, তা আরো একবার জোর গলায় বললেন ভারতীয় অভিনেত্রী নন্দিতা দাস। শুক্রবার ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিনে ‘দ্য হিল সেশন’-এ বললেন, ফর্সা মানেই সুন্দর নয়।’ তিনি বলেন, ‘কালো হওয়া কখনও মেয়েদের জন্য আশীর্বাদ ছিল না। মা-বাবা, আত্মীয়স্বজন সব সময় বলেন: বাইরে যেও না, ফেয়ারনেস ক্রিম ব্যবহার করো, তোমাকে ফর্সা হতে হবে। এ ধরনের কথাবার্তাই তারা বলেন। তাদের বুঝতে হবে যে—একজন মেয়ে কালো হয়ে জন্মেছে, এখানে তার কিছুই করার নেই।’
নন্দিতা আরও বলেন, “‘আমার কথা হলো একজন মানুষ যে গায়ের রঙ নিয়ে জন্মাবে, সে কি করে তা বদলাবে? কালোও যে সৌন্দর্যের বহিঃপ্রকাশ, এই বিষয়ে ক্যাম্পেইনের পর থেকে দেখলাম অনেকেই সোচ্চার হয়েছেন। বিজ্ঞাপনের ভাষা টেকনিকালি বদলানো হয়েছে। বাংলাদেশেও কয়েকদিন আগে একটা ক্যাম্পেইন চলেছে বলে জানতে পেরেছি। এটা প্রশংসনীয়, আমি তাদের সঙ্গে একত্রিত হয়ে বলবো, হ্যাঁ, সুন্দর মানে ফর্সা নয়।’ যেসব বিজ্ঞাপন সৌন্দর্যচর্চার নামে বর্ণবৈষম্যের প্রচারণা চালায়, তাদের বিরুদ্ধে সোচ্চার এই অভিনেত্রী। এই ব্যাপারে তিনি বলেন, ‘আমি দেখছি, মার্কেটে ফেয়ারনেস ক্রিম, ফেস ওয়াশ—এসব প্রোডাক্ট দিন দিন বাড়ছে।’ এরপর তিনি বলেন, ‘২০১৩ সালে আমার কাছে একটি এনজিও এসেছিল তাদের একটি ক্যাম্পেইনের প্রচারণার জন্য। আমার কাছ থেকে একটা মন্তব্য চেয়েছিল। ‘ব্ল্যাক ইজ বিউটিফুল’ কথাটি এমনভাবে ভাইরাল হলো, কখনও কল্পনাও করিনি।’ এই অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন আরেক ভারতীয় অভিনেত্রী মনীষা কৈরালা।