অ্যাপল আইফোনের ফিচার, ডিজাইন নকল করে একের পক এক স্মার্টফোন বাজারে এনেছিল স্যামসাং। স্যামসাংয়ের ‘চুরিবিদ্যা’র বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ার আদালতের দ্বারস্থ হতে হয় যুক্তরাষ্ট্রের সংস্থা অ্যাপলকে। শেষমেশ দক্ষিণ কোরিয়ার সংস্থা স্যামসাংয়ের প্রতি আদালতের নির্দেশ, অ্যাপলকে ক্ষতিপুরণ বাবদ ৫৩৯ মিলিয়ন মার্কিন ডলার দিতে হবে।
উল্লেখ্য, আইফোনের ফিচার ও ইন্টারনাল ডিজাইন নকল করার অভিযোগে ২০১১ সালে স্যামসাংয়ের বিরুদ্ধে এই মামলা দায়ের করে অ্যাপল কর্তৃপক্ষ। সাত বছর পর এই মামলায় রায় দিল আদালত। ক্যালিফোর্নিয়া আদালতের এই নির্দেশে খুশি অ্যাপল। তাদের মতে, আদালতের এই নির্দেশ অ্যাপলের কর্মচারীদের জয়।
নকশা ও ফিচার নকল করার পাশাপাশি আইফোনের ফ্রন্ট ফেসিং রিম এবং আইওএসের হোম স্ক্রিনের নকশাও স্যামসাং নকল করেছে বলেও আদালতে অভিযোগ করেছিল অ্যাপল। ২০১১ সালে মামলা দায়ের করার পর স্যামসাংয়ের কাছ থেকে ২.৫ বিলিয়ন মার্কিন ডলার দাবি করেছিল অ্যাপল। পরে সেই ক্ষতিপূরণের পরিমাণ ১ বিলিয়ন মার্কিন ডলারে নেমে আসে। শেষমেশ আদালতের নির্দেশ ক্ষতিপুরণের পরিমাণ দাঁড়াল ৫৩৯ মিলিয়ন মার্কিন ডলারে। অবশ্য এর আগেও অন্য একটি মামলায় স্যামসাংয়ের কাছ থেকে ১২০০ মার্কিন ডলার ক্ষতিপূরণ আদায় করেছিল অ্যাপল।