দেশীয় ফ্যাশন হাউজ কে ক্র্যাফটের পথচলার ২৫ বছর পূর্ণ হলো। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন কে ক্র্যাফটের উদ্যোক্তা খালিদ মাহমুদ খান ও শাহনাজ খান। এ সময় উপস্থিত ছিলেন কে ক্র্যাফটের কর্মকর্তাসহ দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির বিশিষ্ট ব্যক্তিরা। অনুষ্ঠানে ফ্যাশন শোর মাধ্যমে এবারের ঈদের আয়োজন দর্শকদের সামনে উপস্থাপন করা হয়। পোশাকগুলোতে দেখা যায় রং ও মোটিফের বৈচিত্র্য। পাশাপাশি ফ্যাব্রিক ও স্টাইলের সমন্বয় সমৃদ্ধ করেছে কে ক্র্যাফটের ঈদ কালেকশন। পোশাকসম্ভারে দেখা যায় শাড়ি, সালোয়ার-কামিজ, লং কুর্তি, রেগুলার কুর্তি, টপস স্কার্ট, পাঞ্জাবি, শার্ট ও টি-শার্ট। ক্রিট, আফ্রিকান, এথনিক, জ্যামিতিক, জামদানি, ফ্লোরাল, টেক্সটাইল টেক্সচার ও ইসলামিক মোটিফের ব্যবহারও লক্ষ করা যায়।
এ ছাড়া রয়েছে লেয়ার্ড স্টাইলের কামিজ ও কুর্তি, ড্রপ স্লিভ ও ফোল্ড স্লিভ, এ-লাইন কামিজ ও কুর্তি, কটিসহ কামিজ ও কুর্তি, আনারকলি স্টাইল, ইন্দো-ওয়েস্টার্ন স্টাইল এবং ক্ল্যাসিক কামিজ প্যাটার্ন। নেকলাইন, হেম স্লিভে বৈচিত্র্য লক্ষ্যযোগ্য। রং হিসেবে প্রাধান্য পেয়েছে কালো, সবুজ, ফিরোজা, বেগুনি, ব্রিক-রেড, লাইট ব্লু, কফি, অ্যাশ, বিস্কিট, সাদা, লাইট আকাশি, পেস্ট-বারগ্যান্ডি ইত্যাদি।