রমজান মাস এসেই গেল। এ মাসে মুসলমানরা সেহরি খেয়ে সারা দিন থাকবেন অনাহারে এবং সূর্যাস্তে ইফতার করবেন।
দুবাইয়ে কাজের চাপে খাবার রান্না করার সময় পান না প্রবাসীরা। আবার খাবার নিয়ে আসাও অনেক কঠিন। অনেক সময় খাবার অর্ডার দিয়ে রাখলেও তা পৌঁছায় না সময়মতো। তাই সম্প্রতি দুবাইয়ের ঘরে ঘরে ড্রোনের সাহায্যে সেহরি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত।
আন্তর্জাতিক এক সংবাদ সংস্থা জানিয়েছে, ভোররাতে বাসিন্দাদের ঘরে ঘরে সেহরি পৌঁছে দিতে ড্রোন ব্যবহার করবেন সেখানকার এক বেসরকারি কোম্পানি।
৮ ব্যাটারির এই ড্রোন একবারে বহন করতে পারবে ১০ কেজি খাবার।