আগামী ১২ ডিসেম্বর নিজের উত্তরাধিকারীর মাথায় ‘মিস ইউনিভার্স’-এর মুকুট তুলে দেবেন বর্তমান মুকুটধারী, মেক্সিকান রূপসী আন্দ্রেয়া মেজা। সেদিন ইসরায়েলে অনুষ্ঠিত হবে মর্যাদাপূর্ণ এই বার্ষিক সৌন্দর্য প্রতিযোগিতার এবারের গ্র্যান্ড ফিনালে।
‘মিস ইউনিভার্স’-এর এই ৭০তম আসরে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ৮০টি দেশের প্রতিযোগী। প্রায় ১৬০টি দেশে ব্রডকাস্ট করা হবে তিন ঘণ্টার সেই জমকালো অনুষ্ঠান।
সম্ভাব্য ‘মিস ইউনিভার্স ২০২১’ নিয়ে জল্পনার শেষ নেই। তারই আলোকে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ বিশেষ নজর দিয়েছে পাঁচ প্রতিযোগীর ওপর।
তালিকার শুরুতেই রাখা হয়েছে ‘মিস ইন্ডিয়া’ হারনাজ সান্দুর নাম। ভারতের পাঞ্জাবের এই শিক্ষার্থী ও অভিনেত্রীর মাথায় যদি ওঠে দুনিয়ার এই প্রতিযোগিতার সেরার মুকুট, তাহলে সুস্মিতা সেন ও লারা দত্তের পর তৃতীয় ‘মিস ইউনিভার্স’ পাবে আমাদের প্রতিবেশী দেশটি।
‘মিস ফিলিপাইনস’ বিয়েট্রিস লুইজি গোমেজকে রাখা হয়েছে দ্বিতীয় নম্বরে। ২৬ বছর বয়সী এই তরুণী একাধারে মাস কমিউনিকেশনের ছাত্রী এবং ভলিবল খেলোয়াড়।
তিনে রয়েছেন ‘মিস মেক্সিকো’ ডেবোরা হালাল। ২৪ বছর বয়সী এই তরুণী একটি দাতব্য সংস্থা পরিচালনা করে ইতোমধ্যেই নিজ দেশে বেশ অর্জন করেছেন। তাছাড়া তিনি প্রাক্তন ‘মিস টিন মেক্সিকো’ও।
https://www.instagram.com/p/CVupK3GJJ4k/?utm_source=ig_embed&ig_rid=de018e5c-02be-4050-afe6-424c69fcf783
ভারতীয় বংশোদ্ভূত ২১ বছর বয়সী ‘মিস সিংগাপুর’ নন্দিতা বান্না রয়েছেন চারে; পাঁচে রয়েছেন ‘মিস ভেনেজুয়েলা’ লুইসেথ মাতেরান।
শেষ পর্যন্ত এই পাঁচ জনের মধ্যে কেউ শেষ হাসি হাসবেন, নাকি এই অনুমানকে ভুল প্রমাণ করে অন্য কাউকে দেখা যাবে ‘মিস ইউনিভার্স ২০২১’ মুকুট মাথায়, তা সময়ই বলে দেবে।