রানওয়ে দাবড়িয়ে ক্যাটওয়াক করছে সিংহ! এমনই ছবি তুলেছেন যুক্তরাজ্যের প্রখ্যাত ফটোগ্রাফার ডেভিড ইয়ারো।
লন্ডনে আসন্ন এক প্রদর্শনীতে সেই ছবি সামনে থেকে দেখতে পাবেন দর্শকরা। তার আগেই টুইটারে ওই ফটোগ্রাফারের পোস্টের সূত্র ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক রোমাঞ্চের জন্ম ঘটেছে।
বিশ্বকাপ হাতে ম্যারাডোনার ছবি তুলে অল্প বয়সেই খ্যাতিমান হয়ে ওঠা এই ফটোগ্রাফার সিংহের ক্যাটোওয়াকের ছবিটি তুলেছিলেন দক্ষিণ আফ্রিকার একটি অভয়ারণ্যে। ছবিতে রানওয়ের পাশে স্থানীয় নৃগোষ্ঠীর কয়েকজনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়; খবর ইভেনিং স্ট্যান্ডার্ডের।
ইংল্যান্ডের ওয়েস্টবার্ন গ্রোভের ম্যাডক্স গ্যালারিতে শুক্রবার (১৯ নভেম্বর) শুরু হতে যাচ্ছে ইয়ারোর ‘চেঞ্জিং লেনস’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। সেখানেই ‘ক্যাটোওয়াক’ শিরোনামে জায়গা পাবে সিংহের এমন দাপুটে ছবি।