skip to Main Content
কোপেনহেগেন ফ্যাশন উইকে স্ট্রিট স্টাইলের বাজিমাত

এ মাসের পাঁচ থেকে নয় তারিখ কোপেনহেগেন ফ্যাশন উইকের জেল্লা দেখেছেন ফ্যাশন সচেতনেরা। ২০২৫ স্প্রিং-সামার কালেকশন নিয়ে এ আয়োজনে হাজির হয়েছিলেন ফ্যাশন ডিজাইনাররা।

স্ট্রিট স্টাইলের দুরন্তপনা আর উচ্ছ্বাসের আনন্দময় উপস্থাপন কেড়েছে নজর। প্রধানত সাত রকমের পোশাক নিয়ে এখনো চলছে আলোচনা।

স্ট্রাইপড রাগবি শার্ট: ঢিলেঢালা স্ট্রাইপড রাগবি শার্ট দেখা গেছে টপে। বটমে ছিল স্কার্ট।

ওয়ান পিস স্পোর্টস ওয়্যার, টু পিস ডে ওয়্যার: স্পোর্টস ওয়্যার আর ক্যাজুয়াল ডে ওয়্যারের কম্বিনেশন।

এমব্রয়ডারি আর ক্রিস্প কটন: হালকা ফ্যাব্রিকের জয়জয়কার পুরোটা জুড়ে। সঙ্গে সুই আর সুতোর সৃজনশীল উপস্থাপন।

এক্সপ্রেসিভ মিনিমালিজম: আবার ধ্যান ফিরছে বেসিকে। অতিরিক্তের ব্যঞ্জনাকে বিদায় জানিয়ে মিনিমালিজমের স্পষ্ট উপস্থিতি।

অ্যানিমেল প্রিন্ট: ফল সিজন থেকেই লেপার্ড প্রিন্ট রানওয়ে মাতিয়েছে। এর সঙ্গে নিয়মিত যোগ হচ্ছে আরও নানান রকম নকশা। টপ টু টোয়ের কোনো না কোনো অংশে দেখা গেছে অ্যানিমেল প্রিন্ট।

স্কার্ট ওভার প্যান্ট: বটমে এসেছে লেয়ারিং। প্যান্টের উপরে পরতে দেখা যাচ্ছে স্কার্ট।

মোজা-জুতো: ওয়ারড্রব এসেনশিয়াল হিসেবে মোজা পরিচিত সেই ছোটবেলা থেকেই। সেই মোজা এখন ফ্যাশনাবেল আইটেমের দলে বেশ জায়গা করে নিয়েছে। জুতার সাথে পেয়ার আপে মুগ্ধ তরুণেরা।

  • সারাহ্/ ক্যানভাস অনলাইন
    ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top