১২ থেকে ১৫ সেপ্টেম্বর, ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত হয় আইএফডিসি প্রেজেন্ট জিআইসিডাব্লিউ ফ্যাশন উইক। এর রানওয়েতে আলো ছড়িয়েছেন বাংলাদেশি মডেল স্নিগ্ধা চৌধুরী।
সেদেশের সবচেয়ে বড় এই ফ্যাশন উইকে এবারই স্নিগ্ধার প্রথম ক্যাওয়াক। তা-ও আবার ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির নামকরা সব তারকা মডেলদের সঙ্গে। ফলে স্নিগ্ধা যারপরনাই উচ্ছ্বসিত। এমনটাই জানিয়েছেন ক্যানভাসকে।
বেনারসি শাড়ি দিয়ে বাংলাদেশি ডিজাইনার আশিকুর রহমান পনির তৈরি করা, আশিকুর রহমান কুটুর কালেকশনের পোশাকে ক্যাটওয়াক করেন স্নিগ্ধা। সেত শ্যামের থিমের ওপর ভিত্তি করে তৈরি পোশাকে পুরো আয়োজনে মডেলরা ক্যাটওয়াক করেন। সেই থিমে ঝলক দেখান পনি-স্নিগ্ধা।
আরও পড়ুন: মডেলিং থেকে সিনেমার ‘রাস্তা’য় স্নিগ্ধা
বলে রাখা ভালো, রংপুরে বেড়ে ওঠা, ক্লাসিক্যাল ড্যান্সে পারদর্শী স্নিগ্ধার মডেলিংয়ে যাত্রা শুরু ২০১৮ সালে। এরইমধ্যে ক্যানভাসসহ বেশ কিছু প্রকাশনার পাশাপাশি বিভিন্ন পণ্যের মডেল হিসেবে কাজ করে পরিচিত মুখ হয়ে ওঠেন তিনি।
গ্লোবাল ইন্ডিয়ান ফ্যাশন উইকের অভিজ্ঞতা সম্পর্কে বলেন, ‘এটা আমার জীবনের বড় একটা ঘটনা। এর আগে এত বড় শোতে আমার হাঁটা হয়নি। ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রি অনেক বড়। আমি ওখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। সামনে আরও এ ধরনের বড় কাজ করার ইচ্ছা আছে।’
মডেলিংয়ের গণ্ডি পেরিয়ে স্নিগ্ধা ইতিমধ্যে সিনেমাতেও নাম লিখিয়েছেন। জাজ মাল্টিমিডিয়ার ‘রাস্তা’ সিনেমায় দেখা যাবে তাকে। রায়হান রাফির পরিচালনায় এ সিনেমায় তিনি অভিনয় করেছেন সিয়ামের বিপরীতে।
- ক্যানভাস অনলাইন
ছবি: সংগ্রহ