বাজাজ বাজারে নিয়ে এলো কোয়াড্রিসাইকেল নামের চার চাকার অটোরিকশা। জানা গেছে এ বাহন সিএনজির নতুন সংস্করণ। এত দিন ভারতে চার চাকার অটোরিকশা নিষিদ্ধ ছিল। বাজাজ নির্মিত সিএনজিচালিত কোয়াড্রিসাইকেলের মাধমে সেই নিষেধাজ্ঞা উন্মুক্ত হলো।
বাজাজ জানিয়েছে, গাড়িটিতে ব্যবহার করা হয়েছে একটি ছোট ইঞ্জিন। গাড়িটির ওজন হবে ৪৭৫ কিলোগ্রাম। এতে থাকছে ছাদ ও দরজা তবে দরজায় কোনো কাচ থাকবে না। ইঞ্জিন থাকবে পেছনে। ইঞ্জিন থেকেই শক্তি পাবে পেছনের চাকা দুটি। ২৫০ থেকে ৩০০ সিসির মোটরসাইকেলের ইঞ্জিন ব্যবহৃত হবে চার চাকার এই অটোরিকশায়। গাড়িটির গতি হবে ঘণ্টায় ৭০ কিলোমিটার। ড্রাইভারসহ চারজন বসতে পারবেন এ গাড়িতে। তবে একটু চেপে নিলেই হামেশা ৫ জন এঁটে যাওয়ার মতো করেই জায়গা রাখা হয়েছে গাড়িটিতে। বিদেশের বিভিন্ন শহরে সাধারণত অল্প দূরত্বের জায়গা পাড়ি দিতে এমন যান ব্যবহার করা হয়। গাড়িটি চলবে পেট্রল দিয়ে। ১ লিটার পেট্রলে প্রায় ৪০ কিলোমিটার চলতে পারবে গাড়িটি।