ঈদে নির্ধারিত পোশাকের সঙ্গে চাই মানানসই জুতা। জুতা পোশাকের সঙ্গে মানানসই না হলে ঈদের সাজ অপূর্ণ থেকে যায়। তাই ঈদে জুতা নির্বাচনে তা পোশাকের সঙ্গে মানাবে কি না, সেদিকে বিশেষ নজর রাখতে হবে। আসুন, জেনে নিই কীভাবে পোশাকের সঙ্গে মানানসই জুতা পরবেন এবারের ঈদে।
হাইহিল: স্টাইলিশ জুতার কথা উঠলেই প্রথমেই মাথায় আসে হাই হিলের কথা। রাতে জমকালো পার্টি বা কোনো অনুষ্ঠানে সালোয়ার-কামিজের সঙ্গে হাইহিল বেশ মানায়।
পাম্প শু: যেকোনো অনুষ্ঠানে পরতে পারেন সলিড গোল্ড পাম্প শু। ট্র্যাডিশনাল হোক বা এথনিক- যেকোনো সালোয়ার-কামিজের সঙ্গে জুটি গড়তে পারেন পাম্প শু দিয়ে।
কোলাপুরি চপ্পল: ট্র্যাডিশনাল সালোয়ার-কামিজের সঙ্গে পরতে পারেন কোলাপুরি চপ্পল। চাইলে জামার সঙ্গে জুতার রংটাও মিল করে নিতে পারেন। যা সাজগোজে বিশেষ মাত্রা যোগ করবে।
জরির কাজ করা স্যান্ডেল: যেকোনো অনুষ্ঠান বা আয়োজনে জরির কাজ করা স্যান্ডেল পরে যাওয়া যায়। সোনালি অথবা রুপালি কারুকাজ করা স্যান্ডেল পরলে দারুণ দেখায়।