‘চোখ যে মনের কথা বলে’। হ্যাঁ, মানুষের মুখমণ্ডলের অন্যতম আকর্ষণ তার চোখ। সুন্দর চোখ মানুষের সৌন্দর্যকে বাড়িয়ে তোলে বহুগুণে। সুন্দর চোখের চাহনি গ্রাস করে নেয় প্রেমিক মনকে।
চোখের পাপড়ি বড় থাকলে সেই চোখ বেশ সুশ্রী দেখায়। আর তাই তো পাপড়ি বড় করতে সুন্দরী রমণীরা মরিয়া। কিন্তু চাইলেই কি আর বড় পাপড়ি পাওয়া যায়? তবে অসম্ভব কিছু নয়। কিছু টিপস মেনে চললে যে কেউই হতে পারেন বড় পাপড়ির অধিকারী।
পেট্রোলিয়াম জেলি: ঘুমাতে যাওয়ার আগে মাশকারার ব্রাশ দিয়ে চোখের পাপড়িতে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে ঘুমান। সকালে উঠে কুসুম গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন। চোখের পাপড়ি সুন্দর হবে।
অ্যালোভেরা জেল: বাজারে অ্যালোভেরা জেল পাওয়া যায়। পরিষ্কার মাশকারার ব্রাশ অ্যালোভেরা জেলের মধ্যে ডুবিয়ে চোখের পাপড়িতে লাগান। এটিও ঘুমাতে যাওয়ার আগে ব্যবহার করতে হবে এবং ঘুম থেকে ওঠার পর ভালোভাবে ধুয়ে ফেলতে হবে।
অলিভ অয়েল: পেট্রোলিয়াম জেলি বা অ্যালোভেরা জেলের মতোই কাজ করে অলিভ অয়েল। ঘুমানোর আগে মাশকারা ব্রাশ দিয়ে চোখের পাপড়িতে অলিভ অয়েল মেখে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে ফেলতে পারেন। এতে করে দুই থেকে তিন মাসের মধ্যেই কাঙ্ক্ষিত ফল পাবেন।
ডিম দিয়ে: প্রথমে ডিমের সাদা অংশের সঙ্গে এক টেবিল চামচ গ্লিসারিন মেখে নিন। তারপর চোখ বন্ধ করে কটন বাড দিয়ে মিশ্রণটি চোখে লাগিয়ে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। মাসে ১০ থেকে ১২ বার ব্যবহার করলে চোখের পাপড়ি আরও ঘন ও লম্বা হবে।