ব্যুরো ভেরিসাশ। স্বনামধন্য স্বাধীন সার্টিফিকেশন বডি। সংস্থাটি ইতালিয়ান লেবেল গুচিকে জেন্ডার ইক্যুলিটির জন্য অ্যাওয়ার্ড প্রদান করেছে।
তাদের ‘গুচি ইকুলিব্রিয়াম ইম্প্যাক্ট রিপোর্ট’ প্রকাশ পেয়েছে ১০ জুলাই। এটি তাদের তৃতীয় রিপোর্ট। সেখানে গুচির বিষয়ে বলা হয়েছে, এনভায়রনমেন্টাল ফুট প্রিন্টস এবং সাসটেইনাবেল ডেভেলপমেন্ট নিয়ে সচেতন এই লেবেল। একইসঙ্গে সামাজিক উন্নয়ন, বিশেষ করে লৈঙ্গিক সমতার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রেখেছে।
গুচির প্রেস রিলিজ থেকে জানা যায়, ইতালির কোনাে ব্র্যান্ড এই প্রথম এ সম্মাননা পেল। ছ’টি বিষয় এই সম্মাননার ক্ষেত্রে ভূমিকা রেখেছে– কালচার অ্যান্ড স্ট্রাটেজি, মানবসম্পদ, নারীদের জন্য গ্রোথ ও অন্তর্ভুক্তির সুযোগ, শ্রমমূল্যে সমতা, প্যারেন্টহুড সাপোর্ট এবং ওয়ার্ক-লাইফ ব্যালেন্স।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন