ক্যানভাস রিপোর্ট
প্রতিশ্রুতিশীল ফ্যাশন মডেল স্নিগ্ধা চৌধুরী চলচ্চিত্রে অভিনয় করছেন, সে খবর বেশ পুরনো। রায়হান রাফির পরিচালনায় ‘রাস্তা’ হতে যাচ্ছে তার প্রথম চলচ্চিত্র।
এর শুটিংয়ের ফাঁকে ফাঁকে মডেলিংয়েও ব্যস্ত সময় কাটছে স্নিগ্ধার। এরইমধ্যে সম্প্রতি আলোচিত ফটোগ্রাফার জয়িতা আফরিন ওরফে জয়িতা তৃষার স্টিল ক্যামেরার সামনে হাজির হয়েছেন তিনি।
জয়িতার ফটোগ্রাফিতে ছড়িয়ে পড়েছে স্নিগ্ধার সৌন্দর্যের স্নিগ্ধতা।
এই ফটো সেশন প্রসঙ্গে ক্যানভাসকে স্নিগ্ধা বলেন, ‘জয়িতা আপুর সঙ্গে আমার অনেক আগে থেকেই বেশ ভালো সম্পর্ক। তিনি একজন দারুণ মানুষ। কারণ তিনি অনেক লড়াই করে আজকের অবস্থানে পৌঁছেছেন। আমার অনেক পছন্দের একজন ফটোগ্রাফার তিনি।’
‘আমি সম্প্রতি প্রায় দেড় মাস কাজ থেকে বিরতিতে ছিলাম। দেশে ও দেশের বাইরে বেশ ঘুরেছি এ সময়ে। ভাবলাম, জয়িতা আপুর সঙ্গে একটি শুটের প্ল্যান করা যাক। তিনিও রাজি হলেন। বাইরে কোথাও না করে, আমার বাসাতেই শুট হলো,’ যোগ করেন স্নিগ্ধা।
এই মডেল ও অভিনেত্রী আরও বলেন, ‘আলাদা কোনো লাইট ব্যবহার না করে, আমার বাসায় যতটুকু সানলাইট আসে, সেই আলোতেই এই ছবিগুলো তোলা হয়েছে। বরাবরের মতোই জয়িতা আপু বেশ দারুণ ছবি তুলেছেন। আশা করছি, ভবিষ্যতেও তার ক্যামেরার সামনে দাঁড়াতে পারব।’
বলে রাখা ভালো, ২০২১ সালের শেষ দিকে ঢাকার ব্যস্ত রাস্তায় উঠতি নৃত্যশিল্পী মোবাশশীরা কামাল ইরাকে মডেল করে ‘ব্যালেরিনা’ সিরিজের একগুচ্ছ ছবি তুলেছিলেন জয়িতা তৃষা। সেই ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছিল।
এদিকে, ক্যানভাস ম্যাগাজিনের মার্চ ২০২২ সংখ্যায় এক সাক্ষাৎকারে জয়িতা তৃষা বলেছিলেন, ‘বাংলাদেশের বেশির ভাগ ছেলেমেয়ে যে ধরনের ছবি তোলে, সেগুলো আমার বিশেষ ভালো লাগত না। মনে হতো, একটু আলাদা কিছু করব। বিদেশের যারা ভিন্ন জনরার ফটোগ্রাফি করেন, ইনস্টাগ্রামে আমি তাদের নিয়মিত ফলো করি। তাদের মতো কাজ করার বাসনা ছিল। আমাদের দেশে সাথারণত ডকুমেন্টারি কিংবা স্ট্রিট ফটোগ্রাফির বেশি প্রশংসা করা হয়। ওয়েডিং কিংবা ফ্যাশন ফটোগ্রাফি যারা করেন, তাদের খুব একটা মর্যাদা দেওয়া হয় না। ব্যাপারটা আমার ভালো লাগত না। পোর্ট্রেট, কনটেম্পরারি কাজ আমাকে বেশি টানে।’
এর প্রমাণ আরও একবার পাওয়া গেল জয়িতার তোলা স্নিগ্ধার ছবিগুলোতে।