নিজেকে সবার মাঝে আলাদা করে ফুটিয়ে তুলতে নতুন প্রজন্মের আগ্রহ এখন একটু বেশিই। দেশি ফ্যাশন হাউসগুলো এই প্রজন্মের ট্রেন্ডি ফ্যাশনের দিকটি মাথায় রেখেই সাজায় কালেকশন। টুয়েলভ ক্লদিও ব্যতিক্রম নয়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লাইফস্টাইল ব্র্যান্ডটি এবারের পূজার কালেকশনকে একটু আলাদাভাবে পরিচয় করিয়ে দিতেই নিজেদের সম্ভার সাজিয়েছে নতুন করে।
টুয়েলভ তার পূজা কালেকশনে সব সময়ই ঋতু বৈচিত্র্যের বিষয়টিকে প্রাধান্য দেয়। এবারও এথনিক বিভাগকে প্রাধান্য দিয়ে স্টাইলে আনা হয়েছে নতুনত্ব। এবারের টুয়েলভের পোশাক ডিজাইনে উৎসবের আমেজে নানা রং-ঢংয়ের ছোঁয়া রয়েছে।
এথনিক কালেকশনের ক্ষেত্রে নারী, পুরুষ ও কিডস– এই তিন ক্যাটাগরিতে বিভিন্ন প্রিন্ট, এমব্রয়ডারি ও কারচুপির সংমিশ্রণে নকশা করা হয়েছে পোশাকগুলোর। পূজার কালেকশনের অনুষঙ্গ হিসেবে পাঞ্জাবির ক্ষেত্রেও নজরকাড়া ডিজাইনের পসরা রয়েছে। ছেলেদের পাজামা-পাঞ্জাবির সঙ্গে সামাঞ্জস্য রেখে বাহারি ডিজাইনের কোটিও এনেছে বাজারে।
মেয়েদের ক্ষেত্রে থ্রি-পিস, টু-পিসের সালোয়ার কামিজ, কুর্তি, গাউনসহ ট্রেন্ডি পোশাকের সমাহার টুয়েলভের দেশব্যাপী ৪০টি আউটলেটে মিলছে। পূজার আনন্দকে রাঙাতে ব্র্যান্ডটির পোশাক সম্ভার যেকারও নজর কাড়তে সক্ষম।
- ক্যানভাস অনলাইন
ছবি: টুয়েলভ ক্লদিং-এর সৌজন্যে