স্পার্ক সিরিজ স্মার্টফোনের জনপ্রিয়তা বিবেচনায় নিয়ে গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড টেকনো সম্প্রতি বাংলাদেশের বাজারে এর নতুন মডেল নিয়ে এসেছে। নাম, টেকনো স্পার্ক গো ২। দারুণ এআই ফিচার, চমৎকার নকশা এবং দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিচ্ছে এই ফোন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্পার্ক গো ২ ফোনে রয়েছে ৬.৬৭” হোল স্ক্রিন এইচডি+ ডিসপ্লে, যা দেবে দুর্দান্ত কন্টেন্ট এক্সপ্রিয়েন্স এবং ১২০ হার্জ রিফ্রেশ রেট প্রতিটি স্ক্রলকে করবে আরও স্মুথ। এই ডিভাইসে আছে টি৭২৫০-এর মতো লেটেস্ট প্রসেসর এবং সফটওয়্যার জাইরোস্কোপ; ফলে ব্যবহারকারীরা দারুণ মাল্টিটাস্কিং ও গেমিং উপভোগ করতে পারবেন।
দীর্ঘ সময় ব্যবহারের জন্য স্পার্ক গো ২ ফোনে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। মিউজিক/অডিওতে সেরা অভিজ্ঞতা দিতে থাকছে ডিটিএস সাউন্ড সিস্টেমসহ ডুয়াল স্পিকার। সেগমেন্টে ভালো ফটোগ্রাফি নিশ্চিত করতে আছে ডুয়াল ফ্ল্যাশসহ ১৩ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। স্মার্ট জীবনধারা নিশ্চিত করার প্রতিশ্রুতির অংশ হিসেবে স্পার্ক গো ২ ফোনে ইনফ্রারেড রিমোট কন্ট্রোল সাপোর্ট যুক্ত করা হয়েছে, যা দিয়ে স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সগুলো ফোন থেকেই কন্ট্রোল করা যাবে।

বাজেট সেগমেন্টের ফোন হলেও, এতে থাকছে হাই-এন্ড এআই ফিচার; যার মধ্যে রয়েছে এআই-জিসি পোর্ট্রেট, ওয়ান ক্লিক সামারি, ডকুমেন্ট সামারি, এলা স্মার্ট সার্চ, ফটো বেইজড প্রবলেম সলভিং, এআই রাইটিং, ইমেজ টু ডকুমেন্ট কনভার্শনসহ আরও অনেক স্মার্ট ফিচার, যা ইউজারদের দৈনন্দিন জীবনকে আরও সহজ ও স্মার্ট করে তুলবে।
ডিভাইসটিতে রয়েছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জিপিএস, ওয়াইফাই, বিটি, এফএম এবং ওটিজি কানেক্টিভিটি সুবিধা। টেকনো স্পার্ক গো ২ ডিভাইস লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৫গো অপারেটিং সিস্টমের সঙ্গে এসেছে। ডিভাইসটি এখন সারা দেশের সকল আউটলেটে পাওয়া যাচ্ছে। এর ৬৪ জিবি+৮ জিবি*(৪জিবি + ৪জিবি এক্সটেন্ডেড র্যাম) ভ্যারিয়েন্টের মূল্য ১০,৯৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য); অন্যদিকে, গ্রাহকেরা এই ফোনের ৬৪ জিবি+৬ জিবি*(৩জিবি + ৩জিবি এক্সটেন্ডেড র্যাম) ভ্যারিয়েন্টটি কিনতে পাবেন ৯,৯৯৯ টাকায়।
- ক্যানভাস অনলাইন
ছবি: টেকনো’র সৌজন্যে

