এক্সট্যাসি। স্ট্রিট স্টাইল থেকে শুরু করে হাই ফ্যাশন আর তারুণ্যের প্রতিনিধি। কাপড়ের প্রিন্ট, আন্তর্জাতিক ফ্যাশনধারা, ডিজাইনে বৈচিত্র্যের মেলবন্ধনই এবার এক্সট্যাসির ঈদ কালেকশন। বয়স, রুচি আর শারীরিক গঠনের ওপর ভিত্তি করে পোশাকে আনা হয়েছে গর্জাস আবহ। প্রতিষ্ঠানটির ডিজাইনার লেভেল তানজীমের ট্যাগ লাইনে ছেলেদের জন্য বৈচিত্র্যময় প্রিন্ট শার্ট, চিনো, কাবলি কাটের পাঞ্জাবি, পোলো ও ডেনিম রয়েছে। এ ছাড়া তানজীমে নতুন যুক্ত হয়েছে ম্যান্ডারিন কলার শার্ট। যা পাওয়া যাচ্ছে ২৪৬৫ টাকায়। প্রিন্টেড পাঞ্জাবি মিলবে ২৭৮৮ টাকায়। মেয়েদের পোশাকেও অনুসরণ করা হয়েছে সমকালীন পাশ্চাত্য কাটের সঙ্গে এথনিক ও ট্র্যাডিশনাল প্যাটার্ন আর মোটিফ। গাউন, পার্টি ড্রেস, কর্ড শোল্ডার, টিউনিক বা লং কাটের পোশাকে থাকছে ফ্যাব্রিকের সমাহার। সব কটিই বেশ রঙিন এবার। এক্সট্যাসির উদ্যোক্তা এবং চিফ ডিজাইনার তানজীম হক জানান, ট্র্যাডিশনের সঙ্গে ফিউশনের সমন্বয় থাকবে এক্সট্যাসির ঈদ পোশাকে। এ ছাড়া কো-ব্র্যান্ড তানজীম ও জারজেইনে থাকছে পৃথক ট্রেন্ডি কালেকশন।
উল্লেখ্য, এক্সট্যাসির প্রিভিলেজ গোল্ডকার্ডে থাকছে বাড়তি সর্বোচ্চ ২০ শতাংশ ছাড়ে ঈদ শপিংয়ের সুযোগ। এ ছাড়া অনলাইনে ক্রেতার আগ্রহ বাড়াতে থাকছে নিত্যনতুন আয়োজন।