২৭ মে বৃহস্পতিবার শহরের পাঁচ তারকা হোটেল ঢাকা রিজেন্সি এবং ই–কমার্স সাইট ইভ্যালির মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকা রিজেন্সি এবং ইভ্যালির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে চুক্তিটি স্বাক্ষর করেন ইভ্যালির হেড অফ কমার্সিয়াল সাজ্জাদ আলম এবং হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মো. মাহমুদ হাসান। এ চুক্তিতে এখন থেকে ঢাকা রিজেন্সির সারপ্রাইজিং অফার পাওয়া যাবে ইভ্যালির মাধ্যমে।
Related Projects
অনারের এক্স৯বি চমক
- April 18, 2024
দুর্দান্ত ফিচারের ৫জি অনার এক্স৯বি স্মার্টফোনটিতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটসহ চারদিকে বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে, কোয়ালকমের অক্টা-কোর চিপসেট, ১২ জিবি ফিক্সড র্যাম এবং আরও ৮ জিবি এক্সটেনডেবল র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ, ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
স্যামসাং ‘দ্য গ্র্যান্ড ইনভাইট’ বিজয়ীদের মোটরবাইক লাভ
- July 14, 2025
'এ ধরনের ক্যাম্পেইনের মাধ্যমে স্যামসাং ধারাবাহিকভাবে ক্রেতাদের সঙ্গে আরও অর্থবহ সম্পর্ক তৈরিতে কাজ করে যাচ্ছে'

