প্রায় ৫০টি নতুন ডিজাইনের পোশাক নিয়ে ফ্যাশন হাউস এমিথের দ্বিতীয় শাখার যাত্রা শুরু হলো। এমিথের কর্ণধার সাজিয়া আফরিন লুবনা বলেন, ১৬ বছর পর এমিথের দ্বিতীয় শাখা খুলছি। নিজের পরিবারের পর এমিথ আমার দ্বিতীয় পরিবার। যারা এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। সবার সহযোগিতা ছাড়া এত দূর আসা সম্ভব হতো না। প্রদীপ প্রজ্বালন এবং ফিতা কেটে এমিথের দ্বিতীয় শাখার উদ্বোধন করা হয়। তারপর বৈশাখের খাবার এবং আড্ডা দিয়ে সময় কাটে। আড্ডাতে শামিল হয়েছিলেন অনেক সাংস্কৃতিক ব্যক্তিত্ব দিলারা জামান, শর্মিলী আহমেদ, ওয়াহিদা মল্লিক জলি, শাবনাজ, তানভীন সুইটি, দীপা খন্দকার, ফারজানা চুমকি, নাজনীন চুমকি, কালিন্দী কনা ও তাহমিনা সুলতানা মৌ। আড্ডায় দিলারা জামান বলেন, স্বপ্ন বাস্তবায়নে সাহস লাগে। নিজের পরিবার সামলিয়ে স্বপ্নকে এগিয়ে নিতে মানসিক দৃঢ়তা লাগে। লুবনার এমিথের দ্বিতীয় শাখা যাত্রা শুরু করার স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগটা অসাধারণ। বিশ্বাস করি এমিথ সারা দেশে তার শাখা উন্মুক্ত করবে। চাঁদনী খ্যাত নায়িকা শাবনাজ বলেন, এমন উদ্যোগ আমাদের অনুপ্রাণিত করে। একজন নারী কীভাবে তার স্বপ্নকে এগিয়ে নিয়ে চলে, এটি তার বড় প্রমাণ। আড্ডায় জানানো হয়, সপ্তাহে এক দিন এমিথ প্রাঙ্গণে আড্ডার আয়োজন হবে। তাতে থাকবে গান ও কবিতার আসর।
সম্প্রতি তৌকীর আহমেদ পরিচালিত ফাগুন হাওয়া নামক চলচ্চিত্রে পোশাক ডিজাইন করেছেন সাজিয়া আফরিন লুবনা। ইউটার্ন সিনেমার পোশাক ডিজাইনের দায়িত্বও ছিল তার। এ ছাড়া বহু টিভি নাটক এবং নিজ মঞ্চনাট্যদল নাট্যকেন্দ্রের নাটকেও পোশাক ডিজাইন করেছেন এমিথের এই কর্ণধার।