টুথপেস্ট। যার সঙ্গে সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে আমাদের দেখা করতে হয়। টুথপেস্ট কী কাজে লাগে? এমন প্রশ্নে অনেকেই হতভম্ব হয়ে ভাববেন, এটা কোনো প্রশ্ন হলো! টুথপেস্ট যে দাঁত মাজার কাজে লাগে, এ তো সবাই জানে। কিন্তু এই টুথপেস্ট যে ত্বকচর্চায়ও কাজে লাগে, এ তথ্য অনেকেরই অজানা। কীভাবে? চলুন জেনে নিই।
ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে টুথপেস্টের জুড়ি নেই। এটি ফেসিয়ালের মতোই কাজ করে। বাইরে যাওয়ার আগে ফেসওয়াশের মতোই টুথপেস্ট মুখে মেখে বেশি করে পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন, দেখবেন ত্বক উজ্জ্বল হয়ে যাবে।
ত্বকের বলিরেখাও দূর করে টুথপেস্ট। এ ক্ষেত্রে টুথপেস্টে কিছুটা পানি মিশিয়ে মুখ ও গলার চারপাশে মেখে নিতে পারেন। তারপর না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। সপ্তাহে অন্তত তিন দিন এ কাজ করুন, বলিরেখা দূর হবে।
কাজের খাতিরে অনেককেই সারা দিন বাড়ির বাইরে থাকতে হয়। আর বাড়ির বাইরে মানেই ধুলাবালির সঙ্গে যুদ্ধ করা। এসব ধুলাবালির কারণে ত্বকের লোমকূপ বন্ধও হয়ে যায়, ফলে ব্ল্যাকহেডস তৈরি হয়। ব্ল্যাক হেডসের পূর্ববর্তী অবস্থা হচ্ছে হোয়াইট হেডস। এসব হোয়াইট হেডস দূর করতে, লোমকূপে টুথপেস্ট মেখে না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে খুঁটিয়ে তুলে ফেলে মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন। ভালো ফল পাবেন।
ব্রণের চিকিৎসায়ও কাজে আসে টুথপেস্ট। বিশেষ করে যেসব ব্রণে ব্যথা হয়। রাতে ঘুমানোর আগে ব্রণের উপর টুথপেস্ট মেখে ঘুমিয়ে পড়ুন। সকালে উঠে দেখবেন, ব্রণের ফোলা ভাব দূর হয়ে গেছে। ব্যথাও কমবে।