ভারতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইন্দুস ভেলি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আগামী ৭ থেকে ১৪ ফেব্রুয়ারি ২০২০ দিল্লিতে অনুষ্ঠিত হবে এটি। উৎসবে অতিথি হিসেবে আমন্ত্রণ পেয়েছেন লেখক, নির্মাতা ও বাংলাদেশি চলচ্চিত্রের আন্তর্জাতিক পরিবেশক মনজুরুল ইসলাম মেঘ।
সাউথ এশিয়ান স্ক্রিন নেটওয়ার্কের (এসএএসএন) আয়োজনে উৎসবে দক্ষিণ এশিয়ার সেরা চলচ্চিত্রগুলো প্রতিযোগিতা করবে। দক্ষিণ এশিয়ার চলচ্চিত্রের দর্শক ও বাজার সৃষ্টি করাই উৎসবটির মূল লক্ষ্য।
মনজুরুল ইসলাম মেঘ সাউথ এশিয়ান স্ক্রিন নেটওয়ার্কের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের বোর্ড সদস্য এবং দিল্লিতে অনুষ্ঠেয় ইন্দুস ভেলি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের একজন সমন্বয়কের দায়িত্ব পালন করছেন। তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ইন্দুস ভেলি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দক্ষিণ এশিয়ার সেরা চলচ্চিত্রগুলো প্রদর্শন করা হবে। বাংলাদেশের কয়েকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র মনোনয়ন করা হয়েছে। বাংলাদেশি চলচ্চিত্র দক্ষিণ এশিয়ায় প্রদর্শন ও বাণিজ্যিক চাহিদা সৃষ্টি করার জন্যই সাউথ এশিয়ান স্ক্রিন নেটওয়ার্ক কাজ করে যাচ্ছে। উৎসবে শিল্পসমৃদ্ধ সিনেমার পাশাপাশি বাণিজ্যিক সিনেমাকেও গুরুত্ব দিয়ে আলাদা বিভাগ রাখা হয়েছে।