ইনোভেশন ইন উইভিং: ফিচারিং আর্কিটেকচার অ্যান্ড ফ্লাওয়ার অব বাংলাদেশ, আ টক বাই কুহু প্লামন্দন, আ সেমিনার ফর হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল। এ নামেই ২৬ আগস্ট সোমবার নগরীর গুলশান ১-এর সিটি আলো সেন্টারে হয়ে গেল ফ্যাশন ডিজাইনার কুহু প্লামন্দনের সেমিনার। সেমিনারে শান্তা-মারিয়ম ও বিজিএমইএর ফ্যাশনের বেশ কজন শিক্ষার্থীসহ উপস্থিত ছিলেন কজন তাঁতি। কুহু প্লামন্দনের সঙ্গে উপস্থিত ছিলেন মান্তাসা মুহিত, কনকচাঁপা চাকমাসহ অনেকে। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে জামদানির নকশা নিয়ে আলোচনা করেন কুহু। এ ছাড়া শিক্ষার্থীদের কৌতূহলী প্রশ্নের উত্তর দেন তিনি।
সেশনে জামদানির নকশা সৃষ্টির ওপর জোর দেওয়া হয়। পাশাপাশি গ্রামীণ তাঁতিদের মৌলিকতা যেন বিনষ্ট না করা হয়, সে বিষয়েও শিক্ষার্থীদের পরামর্শ দেন কুহু। এ সময় নিজের সৃষ্ট বিভিন্ন নকশা ছাত্রছাত্রীদের কাছে তুলে ধরেন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে কুহু বলেন, ‘যে দৃশ্যটি চোখে ভালো লাগে, সেটি ক্যামেরাবন্দি করে সেটি থেকে নকশা তৈরি করতে হবে। কাজ এগিয়ে নিয়ে যাবে তাঁতিরা কিন্তু নকশা সৃষ্টি করতে হবে শিক্ষার্থীদেরই।’
সেমিনারে বাঘা মসজিদের মোটিফ থেকে নেওয়া কুহু প্লামন্দনের সৃষ্ট নকশা, শাড়িতে অ্যাবস্ট্রাক্ট নকশা, পোশাকে শহুরে কোলাহলের থিম ফুটিয়ে তোলার দক্ষতা দর্শক ও শিক্ষার্থীদের মুগ্ধ করে। বিকেল ৪টায় শুরু হয়ে সেশন শেষ হয় সন্ধ্যা ৬টায়।