দ্য মসলিন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে বাংলাদেশের নানা প্রান্তের তাঁতিরা তাদের পণ্য বিক্রয় করেন, যার জন্য তাদেরকে কোনো ভাড়া দিতে হয় না। দ্য মসলিন-এর প্রতিষ্ঠাতা, পরিচালক ও সিইও তাসনুভা ইসলাম। এর অবস্থান ঢাকার পাঁচ তারকা হোটেল লো মেরিডিয়েনে।
সেখানে ১৩ জানুয়ারি দুপুর ৩.৩০ থেকে ৫টা পর্যন্ত ঢাকা কিচ-এর উদ্বোধন উপলক্ষ্যে ছিল এক আয়োজন। অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু অনুষ্ঠানে উপস্থিত হয়ে বাড়তি প্রাণ সঞ্চার করেন। বলে রাখা ভালো, ঢাকা কিচ-এ যৌথ প্রতিষ্ঠাতা হলেন কুহু এবং চন্দনা আর দেওয়ান।
কুহু বলেন, ‘আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই দ্য মসলিন-এর প্রতিষ্ঠাতা, পরিচালক ও সিইও তাসনুভা ইসলামকে তার সার্বিক সমর্থনের জন্য। ঢাকা কিচ হচ্ছে গডে আর্ট থেকে অনুপ্রাণিত। বাংলার সিনেমা, ঐতিহ্য, সংস্কৃ্তির অনুষঙ্গ অনেকের পছন্দ না হলেও এগুলোকে গ্ল্যামারাইজ করা ঢাকা কিচ-এর অন্যতম উদ্দেশ্য।’
‘ব্যাগ, ছাতা, পোস্টার, স্কার্ফ, জুয়েলারিসহ নানা ধরনের পণ্য থাকলেও আমাদের মূল ফোকাস টি-শার্টকে কেন্দ্র করেই। আমরা এর মাধ্যমে শহুরে জীবনের নানা অনুষঙ্গ বিশেষ করে মজার দিকগুলো তুলে ধরতে চাই। ফাংশনাল আর্টের ছোঁয়া দিতে চাই আমাদের সকল পণ্যে,’ যোগ করেন তিনি।
চন্দনা বলেন, ‘মূলত কফি শপে আড্ডা দিতে দিতে আমাদের দুজনের এই ব্যবসায়িক ধারণা মাথায় আসে। পরবর্তীকালে অক্লান্ত পরিশ্রমের ফসল এই ঢাকা কিচ। ভবিষ্যৎ নিয়ে বেশ আশাবাদী আমরা।’
অনলাইনের পাশাপাশি চন্দনের শো-রুম এবং দ্য মসলিন-এ পাওয়া যাবে পণ্যগুলো। এখন থেকে দ্য মসলিন-এর পাশাপাশি পণ্য পেতে যোগাযোগ করা যাবে নিচের ঠিকানায়: চন্দন, হাউস-৯, রোড-১০৩, গুলশান ২, ঢাকা।
- ফুয়াদ/ ক্যানভাস অনলাইন