মডেল ও অভিনেতা নোবেল। তার মেয়ের নাম নামীরা আরমিন। নামীরা ভারতের পুনের ইউডব্লিউসি মহেন্দ্র কলেজে পড়াশোনা করছে।
মেয়ের সঙ্গে নোবেলের খাওয়া দাওয়া, পছন্দের জায়গা, প্রিয় লেখক, পোশাক, রং, সিনেমা, গান ও রাগসহ অন্যান্য বিষয়ে খুব একটা মিল নেই।
নোবেল খেতে পছন্দ করেন গ্রিলড চিকেন, বিফ স্টেক। এ দিকে নামীরার পছন্দ সুশি ও পিৎজা। নোবেলের প্রিয় স্থান কক্সবাজার কিন্তু নামীরার কাছে শহুরে জীবনই বেশি ভালো লাগে।
বর্তমানে টেলিকম বিষয়ক বই পরতে ভালো লাগলেও হুমায়ূন আহমেদের লেখা প্রচুর বই পড়েছেন নোবেল। মেয়ের অবশ্য ভালো লাগে ‘ইউভাল নুহ হারাই’এর বই।
বাবার প্রিয় পোশাক টি-শার্ট, জিনসের প্যান্ট আর স্যুট। মেয়ের পছন্দ টপ ও পায়জামা। নোবেলের প্রিয় রং লাল। কিন্তু নামীরার কালো ও বেগুনি।
পছন্দের সিনেমা সম্পর্কে নোবেল জানিয়েছে ‘দ্য গুড’, ‘দ্য ব্যাড অ্যান্ড দ্য আগলি’, ও ‘আয়নাবাজি’র কথা। মেয়ের ভালো লাগা অগণিত সিনেমা।
পিংক ফ্লয়েডের গান শুনতে পছন্দ করেন নোবেল। দেশের সামিনা চৌধুরীর গানও শোনেন তিনি। কিন্তু মেয়ের ভালোলাগে ‘বর্নস অ্যান্ড দ্য নেইবারহুড’।
জরুরী মুহূর্তে কিছু খুঁজে না পেলে রেগে যান নোবেল। আর নামীরা রেগে যান, যখন এক সঙ্গে অনেকগুলো কাজ জমে যায়।