বাজার ঘুরলেই এখন পাওয়া যায় হরেক রকম শিট মাস্ক। নানান রঙ, ফর্মুলা আর স্টাইলে। মজার অ্যানিমেল প্রিন্ট, নজরকাড়া গ্রাফিক্যাল ডিজাইনও অনেক সময় ফুটে ওঠে মাস্কে। পেপার, রাবারাইজ এমনকি ফয়েল শিট মাস্কেরও রমরমা দেখা যায় সৌন্দর্যচর্চায়। তবে সম্প্রতি তালিকায় যুক্ত হয়েছে নতুন এক মাস্ক। একদম স্বচ্ছ, সি থ্রু শিট মাস্ক মিলছে বাজারে। যা ত্বকে এমনভাবে লেগে যায় যে দূর থেকে বোঝার উপায় নেই। কোরিয়ান বিউটি ব্র্র্যান্ড গ্লো রেসিপির আ ক্লিয়ার শিট মাস্কের এক ঝলক দেখা গেছে ব্র্যান্ডটির কো-ফাউন্ডার সারাহ লিমিটেডের ইনস্টাগ্রাম পেজে। কোনো ধরনের বিবরণ বা ব্র্যান্ডের নাম উল্লেখ করেননি তিনি। তবে তাতেই সাড়া পড়ে গেছে বিশ্বজুড়ে। পরীক্ষামূলকভাবে ব্যবহৃত মাস্কটির বাজারে আসার সম্ভাব্য তারিখ এখনো জানা যায়নি। সে জন্য ইনস্টাগ্রামে সজাগ দৃষ্টি রাখতে হবে সামনের সপ্তাহগুলোতে। ক্লিয়ার শিট মাস্কটি ত্বকে এঁটে দেওয়ার পর অদৃশ্য হয়ে গেলেও চকচকে একটা পরত তৈরি করে ত্বকে। দেয় গ্লসি লুক। চলতি সময়ের হট ট্রেন্ড ‘গ্লস স্কিন’কে অনুকরণ করেই কোরিয়ান এ মাস্ক তৈরি হচ্ছে বলে ধারণা অনেকের।
Related Projects
ঢাকায় ইজিপ্টশিয়ান ফুড ফেস্টিভ্যাল
- October 5, 2023
হোটেল ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় অতিথিরা কোশারি, হামাম মাহশি, ফাত্তাহ, সায়াদেয়া, কাওয়ারা, মুসাকা, কোফতা, তাগিন ইত্যাদির মতো মিসরীয় খাবার এবং কোনাফা, ওম আলি ও মাহালাবিয়া’র মতো মজাদার ডেজার্টের স্বাদ নিতে পারবেন।
এম.কে ইলেকট্রনিক্সের চট্টগ্রামে দ্বিতীয় শোরুম উদ্বোধন
- January 2, 2023
ক্যানভাস রিপোর্ট: চট্টগ্রামের হালিশহরে ১১তম…