২০২৩-এর স্প্রিং ফ্যাশন ট্রেন্ডে বেশ জাকিয়ে বসেছে সবুজ। প্যান্টন টাইটেলিং করেছে ‘ক্লাসিক গ্রিন’। আর ফ্যাশন সচেতনেরা ডাকছেন ‘স্প্রিং গ্রিন’ বলে।
নিউইয়র্ক ফ্যাশন উইকের এবারের আয়োজনে টপ টেন ফ্যাশন কালারের তালিকাতেও আছে এই রং। পাবলিশিং কোম্পানি মেরিয়াম ওয়েবস্টারের মতে, স্প্রিং গ্রিন আমাদের চেনা হলুদাভ সবুজের থেকে খানিকটা গাঢ়। অর্থাৎ সবুজের অংশ বেশি।
উইকিপিডিয়াতে আছে মজার এক তথ্য। সেখানে সবুজের এই শেড বোঝাতে উদাহরণ টানা হয়েছে নতুন বড় হওয়া গাছের পাতার। যা আবার খাওয়ার যোগ্য। অর্থাৎ, ‘এডিবেল ইয়ং লিভস’।
এই ট্রেন্ডে গা ভাসাতে হলে পোশাক পরিকল্পনায় জায়গা করে দিতে হবে স্প্রিং গ্রিনকে। এথনিক এবং ওয়েস্টার্ন দুই ধারাতেই পরা যেতে পারে হালের জনপ্রিয় এই রং। কো-অরডিনেটেড স্যুট যেমন থাকতে পারে, তেমনি মিক্স অ্যান্ড ম্যাচও হতে পারে। কালো, সাদা থাকতে পারে বটমে অথবা টপে। অথবা নেভি ব্লু ডেনিম।
বটমে না চাইলে টপে করা যেতে পারে লেয়ারিং।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন