ইতিহাস সংরক্ষণ করার জন্য মানুষ কী না করে! সে রকমই এক ঘটনা ঘটেছে ভারতের তেলেঙ্গানা রাজ্যের মাহবুবনগর জেলায়। ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ওই জেলার প্রায় ৩ একর জায়গাজুড়ে আছে ৭০০ বছরের পুরোনো একটি বটগাছ। বহু ইতিহাসের সাক্ষী হয়ে আছে প্রাচীন এই গাছ। প্রতিবছর বিভিন্ন দেশ থেকে গাছটি দেখতে আসেন পর্যটকেরা। কিন্তু বয়সের ভারে গাছটি নুয়ে পড়েছে। শিকড় শুকিয়ে গেছে। উদ্ভিদবিষয়ক গবেষকেরা কোনোভাবেই শিকড়ের সতেজতা ফিরিয়ে আনত পারছিলেন না। অবশেষে শেষ চিকিৎসা হিসেবে গাছটির শিকড়ে স্যালাইন দেয়া হচ্ছে। তবে বোতলটি স্যালাইনের হলেও ভেতরে রয়েছে কীটনাশক। মাহবুবনগরের জেলা প্রশাসক নিজে গাছটির তদারক করছেন।
Related Projects
ধামাকা অফার নিয়ে টেকনো
- June 11, 2024
টেকনো ক্যামন ৩০, স্পার্ক ২০ প্রো+, ক্যামন ২০ এবং ক্যামন ২০ প্রো ডিভাইসগুলো কেনার সময় ব্যবহারকারীরা এই অফারগুলো উপভোগ করতে পারবেন