বাইকারদের পছন্দের তালিকায় ছিল ভেসপা এখনো ছিল। তবে এত দিন সেই ভেসপা আসতো ভারত থেকে। অর্থাৎ বাংলাদেশে অফিশিয়ালি ভেসপা ছিল না। পরিশেষে অফিশিয়ালি ভেসপা বাংলাদেশে তাদের ব্যবসা শুরু করলো।
দেশে ভেসপার নিজস্ব পরিবেশক হচ্ছে কেআর ইন্ডাস্ট্রিজ। সেখান থেকে অরিজিনাল ভেসপা পাওয়া যাবে।
ভেসপা ব্র্যান্ডের স্কুটার প্রস্তুতকারক প্রতিষ্ঠান পিয়াগো। এটি ইতালির একটি প্রতিষ্ঠান। ১৯৪৬ সালে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি। ভেসপা মূলত তাদের পেইন্ট, স্টিল ইউনিবডি ও ডিজাইনের জন্য বহুল জনপ্রিয়।
বাংলাদেশের বাজারে শুরুতে বেশ কয়েকটি মডেলের ভেসপা পাওয়া যাবে। এগুলো হলো ভেসপা এলএক্স ১২৫, ভিএক্সএল ১২৫, এসএক্সএল ১২৫, ভিএক্সএল এলিগ্যান্ট এবং এসএক্সএল ১৫০। মডেল ভেদে এগুলোর দাম পড়বে ১ লাখ ৭৭ হাজার থেকে ২ লাখ ৫৫ টাকার মধ্যে।
প্রতিটি ভেসপাতেই ফ্রন্ট হুইলে ডিস্ক ব্রেক রয়েছে। কিছু মডেলের ভেসপার রিয়ারেও ডিস্ক ব্রেক রয়েছে, ফলে উপযুক্ত কন্ট্রোলিং এবং উন্নত ব্রেকিং সিস্টেম পাওয়া যাবে যাবে।
ভেসপার ফুয়েল ট্যাংকের জ্বালানি ধারণক্ষমতা ৭ লিটার। এতে প্রায় ৪৫ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। স্কুটারগুলোতে সর্বোচ্চ ৯৫ কিলোমিটার টপ স্পিড পাওয়া যাবে।
Wow