মার্কিন সফটওয়্যার জায়ান্ট মাইক্রোসফট এ বছরের মাঝামাঝি বাজারে আনছে অফিস ২০১৯। এতে থাকবে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়াননোটের উন্নত সংস্করণ। এক্সেলে যুক্ত হয়েছে নতুন ইউজার ইন্টারফেস, ফরমুলা, চার্ট এবং দ্রুত গবেষণা করে রিপোর্ট প্রদর্শনের সুবিধা। পাওয়ার পয়েন্টে পাওয়া যাবে সহজে ও দ্রুত প্রেজেন্টেশন তৈরির জন্য নতুন ফিচার ও থিম। এ ছাড়া থাকবে সুন্দর আইকন, ভেক্টর গ্রাফিকস ও থ্রিডি ছবির সংযোজন। সফটওয়্যারটি উইন্ডোজ টেন ছাড়া অন্য কোনো সংস্করণে চলবে না। উইন্ডোজের অন্য সংস্করণে চালাতে হলে গ্রাহককে অফিস থ্রিসিক্সটিফাইভ সার্ভিসে সাবস্ক্রাইব করে আপডেট করতে হবে। ধারণা করা হচ্ছে, অফিস থ্রিসিক্সটিফাইভ সার্ভিসে নিবন্ধনের সংখ্যা বাড়াতেই এমন করা হয়েছে। তবে মাইক্রোসফট অফিসের অন্য সংস্করণের মতো এটিও বেশ জনপ্রিয় হবে- আশা প্রতিষ্ঠানটির।
Related Projects
বিজয় দিবসে লাইকির বিশেষ ক্যাম্পেইন
- December 10, 2020
বিশ্বের শীর্ষস্থানীয় স্বল্পদৈর্ঘ্যের ভিডিও প্ল্যাটফর্ম…
ডার্লিং ডায়মন্ড
- August 29, 2024
বিশেষ দিনে হীরার গয়না অনেকেরই প্রিয় উপহার। জ্বলজ্বলে এই একরত্তিকে রাখতে হয় যত্নে মুড়িয়ে

