আর মাত্র ১৬ দিন। তারপর শুরু হচ্ছে বিশ্বকাপ ২০১৮। এতে অংশগ্রহণ করবে ৩২টি দেশ। কিন্তু অংশ নিতে পারছে না র্যাংকিংয়ে ১৯৭ নম্বরে থাকা বাংলাদেশ। তবে বিশ্বকাপে অংশ নেওয়া কিছু দেশের ফুটবলারদের জন্য বাংলাদেশ তৈরি করেছে জ্যাকেট। দেশগুলোর নাম হলো জার্মান, আর্জেন্টিনা, রাশিয়া, স্পেন, বেলজিয়াম, কলম্বিয়া ও মেক্সিকো। উল্লিখিত দেশগুলোর স্পন্সর পেয়েছে খেলার সামগ্রী প্রস্তুতকারী বিখ্যাত প্রতিষ্ঠান অ্যাডিডাস।
জ্যাকেট তৈরি হয়েছে চট্টগ্রামের কেইপিজেডের ইয়ংওয়ানের অধিভুক্ত প্রতিষ্ঠান কর্ণফুলী শু ইন্ডাস্ট্রিজের একটি কারখানায়।
জ্যাকেটের কলারের নিচে ট্যাগে লাগানো রয়েছে ‘মেড ইন বাংলাদেশ’। গত বছরের আগস্ট থেকে জ্যাকেট তৈরির কাজ শুরু হয়। এরপর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত জাহাজীকরণ কার্যক্রম শুরু হয়। তবে সবকিছু করা হয় অত্যন্ত সতর্কতা ও গোপনীয়তায়।
জ্যাকেটগুলোর কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন চারবারের চ্যাম্পিয়ন জার্মান দলের জ্যাকেটের বাঁ পাশে রয়েছে চারটি তারকাচিহ্ন। দুইবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা দলের জ্যাকেটের বাঁ পাশে আছে দুটি তারকাচিহ্ন। একটি তারকাচিহ্ন রয়েছে স্পেনের জ্যাকেটে।
দলগুলোর কাছে পৌঁছানোর আগে এসব জ্যাকেট যেন বাজারে না ছড়িয়ে যায়, সে ব্যাপারেও সতর্ক ছিল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো।