নারী-পুরুষ উভয়ের ত্বকে টান পড়া, মুখে ব্রণ ও পিম্পল সমস্যা হয়ে থাকে। এই সমস্যা থেকে মুক্তি পেতে চিকিৎসকের পরামর্শ নিয়ে অনেকে ওষুধও খেয়ে থাকেন।
তবে আপনি জানেন কী? ঘরোয়া উপায়ে আপনি ব্রণের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।
পান পাতা দিয়ে আপনি পিম্পল সমস্যা দূর করতে পারেন। এই পাতা ব্যবহারে মুখ উজ্জ্বল হবে।
পিম্পলস থেকে মুক্তি
৩ থেকে ৪টি পান পাতা ভালো করে পরিষ্কার করে পিষে নিন। এর সঙ্গে এক চামচ হলুদ মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। পেস্টটি ব্রণের ওপরে ও পুরো মুখে লাগান।
পান পাতার ফেসপ্যাক
৩ থেকে ৪টি পাতা পিষে এর সঙ্গে বেসন, মুলতানি মাটি এবং চন্দন মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই পেস্ট ১০-১৫ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এর পর ঠাণ্ডা পানিতে মুখ ধুয়ে নিন। এই প্যাকটি প্রতিদিন লাগালে মুখ পরিষ্কার হয়।
মুখ উজ্জ্বল
পান পাতা ব্যবহার করলে পিম্পল ও ব্রণ দূর হওয়ার পাশাপাশি মুখ উজ্জ্বলও হয়। সপ্তাহে কমপক্ষে তিন বার পান পাতার ফেসপ্যাক ব্যবহার করতে পারেন।