বিশ্ব ব্রেস্টফিডিং সপ্তাহ ১-৭ আগস্ট। ব্রেস্টফিডিং মায়েদের ওয়্যারড্রােব প্ল্যানিং করে রাখলে তা মা ও শিশু উভয়কেই স্বস্তি এনে দিতে পারে।
লুজ ফিটিং পোশাক, ফ্যাব্রিকের কোমল জমিনের পাশাপাশি ড্রেসের কাটিং, সেলাই, অলংকরণে গুরুত্ব দিয়ে গুছিয়ে নিতে পারেন নার্সিং ওয়্যারড্রােব।
ওভারসাইজড লং স্লিভ শার্টে ইজি অ্যাকসেস বাটন থাকে। এ ধরনের বাটন প্লিট মাকে সাহায্য করে। কুইক ও ডেইলিওয়্যার হিসেবে আপনাকে সাহায্য করতে পারে।
ব্রেস্টফিডিং পিরিয়ডে ফ্রন্ট ওপেন টপ সংগ্রহে রাখতে পারেন। এগুলো পেয়ারআপ করা যেতে পারে হাই ওয়েস্টেড ওয়াইড লেগ ট্রাউজারের সঙ্গে। প্লিটেড ক্যাজুয়াল কোঅরডিনেটেড ড্রেস রাখতে পারেন। নার্সিং র্যাপ মিডি ড্রেস থাকতে পারে ওয়্যারড্রােব স্ট্যাপেল হিসেবে।
জাম্প স্যুটে নিজেকে সাজাতে চাইলে ভি-নেক জাম্প স্যুট যদি বেছে নেন, তাহলে পাফ স্লিভকে দিতে পারেন গুরুত্ব। এর গঠনগত নকশা ড্রিমি লুক এনে দেয় বলে জানা যায়। ম্যাক্সি ড্রেসে আরাম-স্বস্তি দুই-ই পাবেন। আর স্টাইলের জন্যে ক্যাজুয়াল অ্যাক্সেসোরিজ যোগ করতে পারেন।
আউটফিটের পাশাপাশি অনুষঙ্গও জরুরি। এই তালিকাতে আছে নার্সিং ব্রা, নার্সিং কাভার। ব্রেস্টফিডিং আরামদায়ক ও নিরাপদ হওয়ার পেছনে এই দুটির ভূমিকা রয়েছে।
আমাদের দেশের ফ্যাশন লেবেল ম্যায়খ কাজ করছে ব্রেস্টফিডিং ক্লথিং এবং অ্যাক্সেসোরিজ নিয়ে। নার্সিং টপ, নার্সিং কাভার, নার্সিং ব্রা আছে প্রোডাক্ট লাইনে। ওয়েব লিঙ্ক: https://www.facebook.com/momere19
- সারাহ্/ ক্যানভাস অনলাইন