ঢাকাই জামদানি, সিলেটি মনিপুরী, রাজশাহী সিল্ক, টাঙ্গাইলের তাঁতের শাড়িসহ নানা ডিজাইনের শাড়ি নিয়ে দেশি ফ্যাশন হাউস ‘রঙপল্লী’। চলতি বছরের ফেব্রুয়ারিতে ধানমন্ডির রাপা প্লাজার নিচতলায় এর প্রথম আউটলেট উদ্বোধন হয় । ৩ আগস্ট মিরপুর শপিং সেন্টারে উদ্বোধন হলো এই ফ্যাশন হাউসের নতুন শাখা।
উদ্বোধন করেন চিত্রনায়িকা অপু বিশ্বাস ।
ফ্যাশন হাউসটি এক সংবাদবিজ্ঞপ্তিতে জানায়, ২০১৯ সালের ২৬ মার্চ চার বন্ধুর বন্ধুত্বের বাঁধন গন্ডি পেরিয়ে রূপ নিয়েছিলো ব্যবসায়িক উদ্যোগে। সেই থেকেই ‘রঙপল্লী’র যাত্রা শুরু দেশীয় শাড়ির বিশ্বস্ত একটি অনলাইন প্রতিষ্ঠান হিসেবে। প্রতিষ্ঠানটির মূল লক্ষ্য ছিলো বাংলাদেশের ঐতিহ্যবাহী সেরা মানের শাড়িগুলো বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া। অপু বিশ্বাস নতুন এই শোরুমের উদ্বোধনের সময় উদ্যোক্তাদের শুভ কামনা জানান।
চার বন্ধুর এই উদ্যোগে একটু একটু করে বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়োগ করা হয় দক্ষ সব কর্মকর্তা ও কর্মচারীদের। ‘রঙপল্লী’ পরিবার বড় হতে হতে এখন ৩০ জনের বিশাল একটা টিমের যৌথ প্রযোজনায় সুনিশ্চিত করা হচ্ছে গ্রাহকদের সর্বোচ্চ সেবা। বছর না ঘুরতেই ‘রঙপল্লী’র সফলতার অধ্যায়ে জুড়তে যাচ্ছে নতুন পাতা।
‘রঙপল্লী’র দ্বিতীয় শোরুমটি হচ্ছে মিরপুর শপিং সেন্টারের দ্বিতীয় তলায় শপ #২৩৫, #২৩৬। নতুন শোরুম উদ্বোধনী উপলক্ষে প্রধান অতিথি হিসেবে ছিলেন অপু বিশ্বাস এবং প্রতিষ্ঠানটির অন্যতম ব্যবস্থাপনা পরিচালক নুসরাত জাহান নিপা।
- ক্যানভাস অনলাইন