রুডইয়ার্ড কিপলিংয়ের লেখা ‘দ্য জঙ্গল বুক’ বইটি অনেকেরই পছন্দের। ভারতের জঙ্গলে নেকড়েদের সঙ্গে বেড়ে ওঠা মোগলিকে নিয়ে সবার কৌতূহলের যেন অন্ত নেই।
২০১৬ সালে দ্য জঙ্গল বুক নামে মোগলিকে নিয়ে যুক্তরাষ্ট্রের ওয়ার্নার ব্রাদার্স ছবি তৈরি করেছিল। মুক্তির পরে বক্স অফিসে দারুণ হৈচৈ ফেলে দিয়েছিল সিনেমাটি। সেই মোগলি আবারও আসছে সিনেমা হলে। সম্প্রতি মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটির ট্রেলার।
এবারও ছবিটির প্রযোজনায় করেছে ওয়ার্নার ব্রাদার্স। সিনেমায় মোগলিকে দেখা যাবে, একজন কিশোরের ভূমিকায় জঙ্গল থেকে মোগলি ফিরেছে সভ্য সমাজে। আরও দেখা যাবে, বন্য মোগলি মানুষের আচার আচরণের সঙ্গে অভ্যস্ত হতে পারছে না। বছরের পর বছর জঙ্গলে প্রাণীদের সঙ্গে মিশে মানুষের আচার আচরণ ভুলে গিয়েছে সে। সে কারণেই প্রতিটি মুহূর্তেই ঝামেলায় পড়তে হয় মোগলিকে। এদিকে জঙ্গলেও ফিরে যেতে পারছে না সে। কারণ বাঘিনীরা বলেছে, জঙ্গল তার জন্য আর সুরক্ষিত নয়। অপর দিকে গ্রামে থাকাও তার কাছে শাস্তির মতো হয়ে দাঁড়িয়েছে।
বিশ্বজুড়ে প্রায় ৯৭ কোটি ডলার আয় করেছিল দ্য জঙ্গল বুক। ছবিটি আশাতীত ব্যবসা করায় ছবির দ্বিতীয় পর্বের পরিকল্পনার সময় আরও ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন তারা। শোনা যাচ্ছে, দ্য জঙ্গল বুকের থেকেও দুঃসাহসিক হতে চলেছে এই ছবিটি।
ওয়ার্নার ব্রাদার্সের এ সিনেমার নাম মোগলি। মোগলি চরিত্রে অভিনয় করছেন রোহন চাঁদ। তার সঙ্গে অভিনয় করেছেন ম্যাথু রিয়াস ও ফ্রিডা পিন্টো। চলতি বছর ১৯ অক্টোবর মুক্তি পাবে মোগলি।