মাছির যন্ত্রণায় প্রায় সবাই বিরক্ত। তবে এই মাছি নিয়েই বিজ্ঞানীদের গবেষণার অন্ত নেই। এমনকি মাছি নিয়ে তৈরি হয়েছে সিনেমাও!
কল্পকাহিনিতে ইতোপূর্বে রোবট মাছির কথা শোনা গেছে। সত্যিই কি মাছির সমান রোবট হয়?
গবেষকেরা ক্ষুদ্র আকৃতির রোবট বানানোর তোড়জোড় চালিয়ে যাচ্ছেন অনেক দিন ধরেই। সম্প্রতি খুদে একটি রোবটিক ড্রোন তৈরি করেছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। এ রোবট খুবই হালকা ওজনের। কেননা, এতে তারা ব্যাটারি কিংবা তাদের ব্যবহার করেননি। ভিন্ন উপায়ে সেই ড্রোনে শক্তির জোগান দিয়েছেন তারা।
এক প্রতিবেদনে বলা হয়েছে, মাছির মতো ক্ষুদ্র ওই ড্রোনের নামকরণ হয়েছে ‘রোবোফ্লাই।’ চলতি মাসে অস্ট্রেলিয়ান ব্রিসবেনে রোবটিকস অ্যান্ড অটোমেশন আন্তর্জাতিক সম্মেলনে এ ড্রোন প্রদর্শিত হবে।
ড্রোনটি তৈরিতে গবেষকদের প্রপেলার ও রোটর সংক্রান্ত বাধা পার হতে হয়েছে। ছোট আকারের ড্রোনের ক্ষেত্রে প্রচলিত প্রপেলার ও রোটর কার্যকর হয় না। যার কারণ বাতাসের ঘনত্ব। এ ছাড়া এর সার্কিট ও মোটর যথাসম্ভব হালকা করে তৈরি করতে হয়েছে উদ্ভাবকদের। তৃতীয় বাধাটি ছিল ড্রোনের ব্যাটারি হালকা করা।
কিন্তু কী কাজে লাগবে এ রোবট মাছি? রোবট মাছিতে নানা রকম সেন্সর যুক্ত করে সেটিকে নিয়ন্ত্রণ করা বা সেটিকে দিয়ে নানা ধরনের কাজ করানো যাবে। গবেষকেরা বলছেন, ছোট এ ড্রোন প্রযুক্তি বিশ্বে হইচই ফেলে দিতে পারে।